Hurun India Philanthropy List: আদানি-আম্বানিকে পিছনে ফেলে সবচেয়ে বড় দাতা হিসাবে হিসাবে উঠে এলেন এই শিল্পপতি! যিনি দান করেছেন ২১৫৩ কোটি টাকা!
Advertisment
দেশের একাধিক শিল্পপতি উপার্জনের একটা বড় অংশ দাতব্য খাতে দান করে থাকেন। চ্যারিটেবল ডোনার হিসেবে দেশে টাটা, আম্বানির নাম উঠে আসে। তবে তথ্য কী বলছে জানেন? তথ্য বলছে মুকেশ আম্বানি, গৌতম আদানি কিংবা আজিম প্রেমজী নন, বিশ্বের সবচেয়ে বড় চ্যারিটেবল ডোনার হলেন অন্য কেউ। স্বাস্থ্য এবং শিক্ষায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ন।
হুরুন ইন্ডিয়া গত বছর দেশে দাতব্য কাজে দান করা ব্যক্তিদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ১৫৩৯ জন ধনকুবের। যাদের প্রত্যেকের ব্যক্তিগত সম্পদ এক হাজার কোটি টাকা বা তার বেশি। ২০২৩-২০২৪ অর্থবর্ষে দাতব্য কাজে দান করার ক্ষেত্রে কারা কোন স্থানে দাঁড়িয়ে রয়েছেন তা দেখে নেওয়া যাক এক নজরে।
শিব নাদার: দাতব্য কাজে অনুদানের ক্ষেত্রে এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদার প্রথম স্থানে রয়েছেন। গত বছর, নাদার ২১৫৩ কোটি টাকা দান করেছেন। যা ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এর তুলনায় পাঁচ শতাংশ বেশি। তালিকায় টানা তৃতীয়বারের মতো শীর্ষে রয়েছেন নাদার।
মুকেশ আম্বানি: দেশের অন্যতম ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি গত বছর দাতব্য কাজে ৪০৭ কোটি টাকা দান করেছেন এবং সর্বশেষ তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।
বাজাজ পরিবার: বাজাজ পরিবার, গত বছর ৩৫২ কোটি টাকা দান করেছে এবং এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। গত বছর, বাজাজ পরিবার ২০২২-২৩ অর্থবর্ষের সালের তুলনায় ৩৩ শতাংশ বেশি দান করেছেন।
কুমারমঙ্গলম বিড়লা: কুমারমঙ্গলম বিড়লা জনহিতকর কাজে ৩৩৪ কোটি টাকা দান করেছেন, এবার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। গত বছরের থেকে কুমারমঙ্গলম বিড়লা ১৭ শতাংশ বেশি অর্থ জনহিতকর কাজে দান করেছেন।
গৌতম আদানি: দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী গৌতম আদানি গত বছর দাতব্য কাজে ৩৩০ কোটি টাকা দান করেছেন। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
১৫৪ কোটি টাকা দান করে রোহিনী নিলেকানি মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন। রোহিনী একজন লেখিকা এবং ইনফোসিসের প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির স্ত্রী।
৩.১৪ লাখ কোটি টাকার সম্পদ নিয়ে ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নাদার। যেখানে আদানির সম্পদ ১১.৬ লক্ষ কোটি টাকা এবং আম্বানির ১.০.১৪ লক্ষ কোটি টাকা।