কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত যাত্রী বিমানে ওঠার পরেও রবিবার বাগডোগরাগামী একটি ইন্ডিগো বিমান এক ঘণ্টারও বেশি ছাড়তে দেরি করল। যাত্রীদের বক্তব্য, বিমান সংস্থা তাদের জানিয়েছিল, একজন সহ-পাইলট অসুস্থ হয়ে পড়ায় বিমানটি বিলম্বিত হয়েছে। ইন্ডিগোর ওই ৬ই-৭৫১ বিমান দুপুর ১২টা ৩০ নাগাদ ছাড়ার কথা ছিল। দার্জিলিং জেলার বাগডোগরায় দুপুর ১টা ৩৫ নাগাদ বিমানটি পৌঁছনোর কথা ছিল। কিন্তু, এটি দুপুর ১টা ৪১ নাগাদ ওড়ে আর, দুপুর ২টো ৪৩ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে।
এই ব্যাপারে অনুপমা সিং নামে এক যাত্রী বলেন, 'ফ্লাইটটিতে সব যাত্রীরা ওঠার পরে হঠাৎ ঘোষণা করা হয় যে সহ-পাইলট অসুস্থ হয়ে পড়েছেন। এরপর বিমানটি এক ঘণ্টারও বেশি সময় ধরে রানওয়েতেই দাঁড়িয়ে ছিল। এই পরিস্থিতিতে কী করা যায়, সেই উপায় খুঁজে বের করার চেষ্টা করছিল বিমান সংস্থাটি। যাত্রীদের বিমানেই বসিয়ে রেখেছিল।' বিষয়টি সম্পর্কে জানতে ইন্ডিগো সংস্থাকে বারবার ফোন করা হলেও কোনও উত্তর মেলেনি। তবে, নাম প্রকাশ না-করার শর্তে, একজন কর্মী নিশ্চিত করেছেন যে, 'কো-পাইলট'-এর অনুপস্থিতির জন্যই বিমানটি ছাড়তে এক ঘণ্টারও বেশি দেরি হয়েছে।
আরও পড়ুন- গোবলয় পদ্ম-এ ভরতেই বাংলায় এজেন্সি উদ্বেগ, ফুঁ বঙ্গ বিজেপির, নেবানোর চেষ্টা তৃণমূলের
বুধবার, ইন্ডিগোর আরেকটি বিমানও দেরি হওয়ার জন্য সংবাদ শিরোনামে এসেছিল। ৬ই ৫১৪৯ বিমানটির চেন্নাই থেকে মুম্বই যাওয়ার কথা ছিল রাত ৮টায়। কিন্তু, কয়েক ঘণ্টা দেরি হয়ে যায়। এই ব্যাপারে অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার পোস্ট অনুসারে জানা যায়, তিনিও ওই বিমানে আটকে পড়া যাত্রীদের মধ্যেই ছিলেন। তাঁদের প্রথমে বিমানবন্দরের বাসে এবং পরে সহ-পাইলট ছাড়াই ফ্লাইটে বসতে বাধ্য করা হয়েছিল। কো-পাইলট তাঁর ডিউটির সময় পেরিয়ে গেলেও আসেননি। শেষ পর্যন্ত বিমানটিকে বদলানো হয়েছিল। যার ফলে ছাড়তে আরও দেরি হয়।