Advertisment

হঠাৎই ভারতের বিমান নামানো হল পাকিস্তানে, শোরগোল ফেলে দেওয়া ঘটনার চর্চা তুঙ্গে

শারজা থেকে হায়দরাবাদগামী বিমান এদিন করাচিতে গিয়ে নামে।

author-image
IE Bangla Web Desk
New Update
IndiGo flight makes emergency landing in Karachi Airport

আবারও ভারতের বিমানের জরুরি অবতরণ পাকিস্তানের মাটিতে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শারজায় পাইলট প্রযুক্তিগত ত্রুটির কথা জানানোর পরে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমান পাকিস্তানের করাচি বিমানবন্দরে নামনো হয়। করাচি বিমানবন্দরে নামার পরেই বিমানটির পরীক্ষা করা হয়। তবে সেখানে আটকে থাকা যাত্রীদের আনতে করাচিতে বিকল্প বিমান পাঠাচ্ছে ইন্ডিগো।

Advertisment

গত দু'সপ্তাহে এটি দ্বিতীয় ঘটনা, ভারতীয় বিমান নামল পাক মাটিতে। এর আগেও স্পাইসজেটের একটি বিমানের জ্বালানি ট্যাঙ্কের সমস্যা তৈরি হওয়ায় বড়সড় বিপত্তি তৈরি হয়েছিল। পাইলট বিমানের জ্বালানি ট্যাঙ্কের ত্রুটি টের পেতেই স্পাইসজেটের দিল্লি-দুবাই বিমানটিকে করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- বোমা বাঁধতে গিয়ে আচমকা বিস্ফোরণ, দু’জনের দেহ ছিন্নভিন্ন, জখম ২

স্পাইসজেটের পরপর বেশ কয়েকটি বিমানে একাধিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় প্রশ্ন ওঠে। সংস্থার বিমানে যাত্রী সুরক্ষা নিয়েই নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। শেষমেষ গত ৬ জুলাই, ডিজিসিএ ১৯ জুন থেকে তাদের বিমানে পরপর কমপক্ষে আটটি প্রযুক্তিগত ত্রুটির জেরে শোকজ নোটিশ ধরায় স্পাইসজেটকে।

এর আগে ইন্ডিগো দিল্লি-ভাদোদরা বিমানও জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ওড়ার পর ওই বিমানের ইঞ্জিনেও আচমকা কম্পন অনুভূত হয়েছিল। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বৃহস্পতিবারের ওই ঘটনারও তদন্ত করছে।

pakistan flight Karachi Indigo
Advertisment