IndiGo Pilot Punched By Passenger: কুয়াশার কারণে ১৩ ঘন্টা দেরি ইন্ডিগোর বিমান। তাতেই বেজায় চটে গেলেন এক যাত্রী। বিমানের ভিতরেই পাইলটকে মারধরের অভিযোগ উঠল ওই যাত্রীর বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কুয়াশার কারণে বিমান দেরি হওয়ায় মেজাজ হারিয়ে পাইলটকে সজোরে ঘুসি মারলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে যাত্রীকে পাইলটকে ঘুসি মারতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা “কুয়াশার কারণে বিমানের দেরি ঘোষণা শুনেই এক যাত্রী বিমানের ভিতর পাইলটকে চড় মারেন"। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি পিছন থেকে দৌড়ে এসে পাইলটকে ঘুসি মারেন।
ইতিমধ্যেই যাত্রীকে শনাক্ত করেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ। অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। বিমানবন্দর পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।
বিমানবন্দর পুলিশ জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6E 2175 বিমানে দিল্লি বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিছু কারণে এই ফ্লাইটটি প্রায় ১৩ ঘন্টা বিলম্বিত হয়েছিল। বিমানের দেরি নিয়ে পাইলটের সঙ্গে ওই যাত্রীর বচসার মাঝেই অভিযুক্ত সাহিল কাটারিয়া পাইলটকে ঘুসি মারেন। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে।