Advertisment

IndiGo Pilot Punched By Passenger: ১৩ ঘন্টা দেরি! শুনেই ছুটে গিয়ে পাইলটকে মার যাত্রীর, বিমানে ধুন্ধুুমার কাণ্ড

কুয়াশার কারণে বিমান দেরি হওয়ায় মেজাজ হারিয়ে পাইলটকে সজোরে ঘুসি মারলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে যাত্রীকে পাইলটকে মারতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
indigo flight assault

যাত্রীকে পাইলটকে গালিগালাজ করতে দেখা যায় এবং বলে যে সে যদি সময়মতো ফ্লাইট অবতরণ করতে না পারে তবে তার উচিত বিমানের গেট খুলে দেওয়া এবং সমস্ত যাত্রীদের যেতে দেওয়া। (ছবি: ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব)

IndiGo Pilot Punched By Passenger: কুয়াশার কারণে ১৩ ঘন্টা দেরি ইন্ডিগোর বিমান। তাতেই বেজায় চটে গেলেন এক যাত্রী। বিমানের ভিতরেই পাইলটকে মারধরের অভিযোগ উঠল ওই যাত্রীর বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

কুয়াশার কারণে বিমান দেরি হওয়ায় মেজাজ হারিয়ে পাইলটকে সজোরে ঘুসি মারলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে যাত্রীকে পাইলটকে ঘুসি মারতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা “কুয়াশার কারণে বিমানের দেরি ঘোষণা শুনেই এক যাত্রী বিমানের ভিতর পাইলটকে চড় মারেন"। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি পিছন থেকে দৌড়ে এসে পাইলটকে ঘুসি মারেন।

ইতিমধ্যেই যাত্রীকে শনাক্ত করেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ। অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। বিমানবন্দর পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

বিমানবন্দর পুলিশ জানিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 6E 2175 বিমানে দিল্লি বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিছু কারণে এই ফ্লাইটটি প্রায় ১৩ ঘন্টা বিলম্বিত হয়েছিল। বিমানের দেরি নিয়ে পাইলটের সঙ্গে ওই যাত্রীর বচসার মাঝেই অভিযুক্ত সাহিল কাটারিয়া পাইলটকে ঘুসি মারেন। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

fog flight Indigo
Advertisment