Advertisment

ফের ‘অভিশপ্ত’ ডিসেম্বর! ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত ২২২, জখম শতাধিক

শনিবার রাতে সুনামির কবলে পড়ল জাভা ও সুমাত্রা দ্বীপ। শেষ খবর অনুযায়ী, এই ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২২ জন, জখম হয়েছেন ৮০০ জনেরও বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
tsunami, সুনামি

শনিবার রাতে সুনামির কবলে পড়ল জাভা ও সুমাত্রা দ্বীপ। ছবি: টুইটার।

এ যেন ১৪ বছর আগের সেই ভয়াল স্মৃতির পুনরাবৃত্তি। আবারও এক ডিসেম্বর মাসে সুনামি আছড়ে পড়ল ইন্দোনেশিয়ায়। শনিবার রাতে সুনামির কবলে পড়ল জাভা ও সুমাত্রা দ্বীপ। শেষ খবর অনুযায়ী, এই ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২২ জন, জখম হয়েছেন ৮০০ জনেরও বেশি।

Advertisment

সুনামির পর এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বড়দিনের আগে প্রকৃতির এই তাণ্ডবলীলায় কার্যত হাহাকার পড়েছে ইন্দোনেশিয়ায়।

ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরেই ইন্দোনেশিয়ায় শনিবার রাতে সুনামি আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। সুন্দা স্ট্রেট এলাকায় সুনামি আছড়ে পড়ে এদিন রাতে।

আরও পড়ুন, অচল মার্কিন সরকার, অনড় ডোনাল্ড ট্রাম্প

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুনামির ভয়াল রূপ দেখেছে এ দুনিয়া। যে দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন ১৩ টি দেশের মোট ২ লক্ষ ২৬ হাজার মানুষ। ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। ১৪ বছর পর আবারও ক্রিসমাসের সময় সেই সুনামির তাণ্ডবলীলার সাক্ষী হল ইন্দোনেশিয়া।

Read the full story in English

International news
Advertisment