scorecardresearch

মন্দির দুর্ঘটনায় মৃত বেড়ে ৩৫, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ইন্দোরের মন্দির দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি

Indore temple collapse, Indore temple collapse death toll, Indore temple, Indore temple step well collapse, Indore news, Indian Express news, MP news
মন্দির দুর্ঘটনায় মৃত বেড়ে ৩৫

ইন্দোরের মন্দিরে দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাম নবমীতে মারাত্মক দুর্ঘটনা, মন্দিরের ছাদ ধসে সবাই পড়ল কুয়োতে! ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দির দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে প্রশাসনের তরফে। শুক্রবার ভোররাতে ইন্দোরের জেলাশাসক এই তথ্য দিয়েছেন। একই সঙ্গে আরও কয়েকজনের কুয়োর ভিতর আটকে রয়েছেন বলেই উদ্ধারকারীদলের সন্দেহ। রাত থেকেই উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে সেনা। উদ্ধার অভিযান সারা রাত ধরে চলে, সকাল পর্যন্ত দুর্ঘটনায় ৩৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী উদ্ধার কাজে নেমে মাত্র ৫ ঘণ্টায় ২১টি মৃতদেহ উদ্ধার করে।

ইন্দোরের জেলাশাসক ইলিয়া রাজা টি বলেছেন ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সকাল সাড়ে নটায় নাগাদ ইন্দোরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। ইতিমধ্যেই তিনি ভোপাল থেকে রওনা দিয়েছেন । হাসপাতালে দুর্ঘটনায় আহত ও তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী চৌহান। এরপর ঘটনাস্থল পরিদর্শনও করবেন।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব মন্দিরে রাম নবমীর পূজা চলাকালীন ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলেই জানিয়েছেন উপস্থিত মানুষজন। জানা যায় কুয়োটি কমপক্ষে ৫০-৬০ ফুট গভীর।
কর্মকর্তারা জানিয়েছেন, সংকীর্ণ জায়গার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মন্দিরের ছাদে ভক্তরা ভিড় জমান। এর ফলেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

দুর্ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন

ইন্দোর দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইট করেছেন যে ইন্দোরের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি। এই কঠিন সময়ে প্রশাসন শোকাহত পরিবারের পাশে রয়েছে। এর পাশাপাশি মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া বলে জানিয়েছেন নমো।

এদিকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ইন্দোরের মন্দির দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ইন্দোরের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

রাহুল গান্ধী বলেন, “ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে উৎসব চলাকালীন দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”। প্রিয়াঙ্কা গান্ধী এক টুইট বার্তায় লিখেছেন যে “ইন্দোরের বেলেশ্বর মহাদেব মন্দিরে দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে ব্যাথিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন”।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Indore temple stepwell collapse death toll rises to 35 rescue operation underway