করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ হয়েছে গোটা দেশ। ২১ দিনের জন্য গৃহবন্দী হয়েছে মানুষ। বন্ধ হয়েছে সমস্ত কলকারখানা। মন্দা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। তবে শত মন্দের মধ্যে ভালো একটাই। এই এত সব কারণের মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠেছে গঙ্গা। যানবাহন নেই, মানুষ নেই, কারখানার নোংরা বর্জ্য নেই। ফলে অবিশ্বাস্যভাবে স্বচ্ছ হয়ে উঠেছে গঙ্গা, এমনটাই জানালেন আইআইটি- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড: পি কে মিশ্র বলেন, "গঙ্গার দূষণে ১০ ভাগ আসে কারখানার বর্জ্য পদার্থ জলে মিশে। লকডাউনের ফলে সব কারখানা বন্ধ হওয়ায় ৪০ থেকে ৫০ শতাংশ স্বচ্ছ হয়ে উঠেছে গঙ্গার জল। এটা সত্যিই অবিশ্বাস্য।" সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, মার্চ মাসে বৃষ্টির কারণে এমনিতেই বৃদ্ধি পেয়েছে জলস্তর। তবে নদীর স্বচ্ছতার ফলে বাড়বে নদীর নাব্যতাও, আশাবাদী প্রফেসর।
গঙ্গার এমন পরিশুদ্ধতায় খুশি বেনারসের সাধারণ মানুষও। একবাক্যে তাঁরা স্বীকার করে নিয়েছেন যে আগের থেকে হঠাত করেই পরিশুদ্ধ হয়েছে দেশের এই গুরুত্বপূর্ণ নদী। সংবাদসংস্থা এএনআইকে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা গঙ্গাকে আগে যা দেখেছিলাম আর এখন যা দেখছি অনেক পার্থক্য রয়েছে। এখন আগের থেকেও অনেক বেশি পরিস্কার।" তিনি আরও জানান যে লকডাউনের জেরে বন্ধ হয়েছে গঙ্গার ঘাটে স্নান করা। বন্ধ হয়েছে ক্রিয়াকর্মাদিও। তিনি বলেন, "এরকরম আরও ১০ দিন চলতে থাকলে গঙ্গা নিজের থেকেই পরিস্কার হয়ে যাবে।" তাদের সকলেরই মত লকডাইনে পরিবেশে এমন আমূল পরিবর্তন তাঁরা কল্পনাও করতে পারেন না।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন