৭০ বছর পর আবার নতুন রাজা ব্রিটেনের। আজ ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তৃতীয় চার্লসের বর্ণময় রাজ্যাভিষেকের অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আজ ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তৃতীয় চার্লসের বর্ণময় রাজ্যাভিষেকের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। তৃতীয় চার্লসের পাশাপাশি রানি হিসাবেও আজ ব্রিটিশ সিংহাসনে বসছেন ক্যামিলা। আজই সিংহাসনে বসছেন তৃতীয় চার্লস, টেমস নদীর তীরে তাই সাজো সাজো রব।
রাজকীয় উদ্যোক্তারা অভিনব পোশাক এবং মুকুট মাথায় দিয়ে রাজ্যাভিষেকের প্রাক্কালে জনতাকে অভ্যর্থনা জানাতে বাকিংহামের বাইরে রয়েছেন। এই মহাসমারোহে আমন্ত্রিত প্রায় ২০০০ জন গণ্যমান্য অতিথি৷ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রিপরিষদের মন্ত্রী এবং হাউস অফ লর্ডসের সহকর্মীদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রণ পৌঁছেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও, উপস্থিত ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানে। শত বছরের পুরোনো সিংহাসন, সোনার কাপড়, বন্দুকের স্যালুট, সব মিলিয়ে রাজ্যভিষেক পর্বে প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করা হবে বলেই জানা গিয়েছে।
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানকে কেন্দ্র করে দিন কয়েক আগে থেকে চলছে ব্যাপক প্রস্তুতি। ৭০ বছর পর ফের ব্রিটেনের রাজার রাজ্যভিষেকের পালা। রাজা চার্লস তার স্ত্রী ক্যামিলার সঙ্গে ব্রিটিশ রাজ সিংহাসনে বসতে চলেছেন। এর মধ্য দিয়ে তাদের ৫০ বছরের সম্পর্কের এক নতুন অধ্যায়ও শুরু হবে। রানী দ্বিতীয় এলিজাবেথ গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পরে। ব্রিটিনের রাজা হিসাবে তৃতীয় চার্লস সিংহাসনে বসেন। আজ রাজ্যাভিষেকের এই পর্বে থাকছে নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান। ব্রিটেনে রাজ্যাভিষেকের প্রক্রিয়া কয়েক হাজার বছরের পুরনো। সেই থেকে এই রীতি চলে আসছে। শেষবার ১৯৫৩ সালে ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথের মাথায় ওঠে রাণীর মুকুট। তার মৃত্যুর পর এখন তার ছেলে হিসাবে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে ব্রিটেন।
ব্রিটেনে রাজা চার্লস এবং ক্যামিলা একটি ঘোড়ার গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছান। যার ওজন চার টন এবং এতে রয়েছে পাওয়ার উইন্ডো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই কোচকে ডায়মন্ড জুবিলি স্টেট কোচ বলা হয়। এই গাড়িটি ১৭৬৭ সাল থেকে রাজপরিবারের কাছে রয়েছে। রাজ্যাভিষেকের পর রাজা চার্লস ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাসহ ১৫টি দেশের রাজা হবেন।
ব্রিটেনে যে স্থানে রাজ্যাভিষেক হচ্ছে, সকাল থেকেই ভিড় জমে উঠতে শুরু করেছে আশপাশের পার্কগুলোতে। এক অর্থে ব্রিটেনের মানুষের কাছে এটি একটি বড় উৎসব। এই সময়, ওয়েস্টমিনস্টার অ্যাবের ঘণ্টা ২ মিনিটের জন্য বেজে উঠবে। টাওয়ার অফ লন্ডনে ৬২ রাউন্ড গান স্যালুট দেওয়া হবে। পাশাপাশি ব্রিটেনে ১১টি প্রধান স্থানে ২১ রাউন্ড গান স্যালুট দেওয়া হবে। এই কর্মসূচিতে ৬ হাজার সেনা অংশগ্রহণ করবে। এছাড়াও ৩৫টি কমনওয়েলথ দেশের ৪০০ সেনা উপস্থিত থাকবেন।
ব্রিটেনে রাজ্যাভিষেকের ঐতিহ্য ৯০০ বছর ধরে চলে আসছে। রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের ৪০তম রাজা হতে চলেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা আসছেন। রাজ্যাভিষেকের জন্য প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। রাজা তৃতীয় চার্লসের পোশাক থেকে শুরু করে সোনার গাড়ি এবং রাজ্যাভিষেক সিংহাসন থেকে রাজার মুকুট, সবকিছুতেও রয়েছে আভিজ্যাতের ছোঁয়া।
ব্রিটেনে রাজ্যাভিষেক সংক্রান্ত কর্মসূচির জন্য গত কয়েকদিন ধরে জোর প্রস্তুতি চলছে। রাজা তৃতীয় চার্লস এর পোশাকের মধ্যে রয়েছে ২ কেজি সোনার হাতা কোট, যেটি সুপারটুনিকা নামেও পরিচিত। এই কো্টের বয়স ১১২ বছর। এটি রানী এলিজাবেথও পরতেন। এটিতে একটি ৮৬ বছরের পুরানো তরোয়াল বেল্ট এবং সাদা চামড়ার তৈরি একটি দস্তানা রয়েছে। রাজা তৃতীয় চার্লসও রাজ্যাভিষেক অনুষ্ঠানের শেষে একটি বেগুনি পোশাক পরবেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক সম্পর্কিত অনুষ্ঠানটি লন্ডনের ঐতিহাসিক রাজকীয় গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজার রাজ্যাভিষেকের প্রথা গত এক হাজার বছর ধরে চলে আসছে। রাজ্যাভিষেকের মাধ্যমে রাজা তৃতীয় চার্লস ইংল্যান্ডের চার্চেরও প্রধান হবেন।
বৌদ্ধ, হিন্দু, ইহুদি, মুসলিম, শিখ ধর্মীয় নেতারা রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছেছেন বিশ্বের তাবড় নেতারা। এই অনুষ্ঠানে ২০৩টি দেশের প্রতিনিধি, প্রায় ১০০ টি দেশের সরকারের প্রধান, বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য–সহ দুই হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এছাড়া লন্ডনে হাজির থাকবেন বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি ট্রেলিভিশনের মাধ্যমে রাজ্যভিষেকের এই পর্বটি দেখতে পারবেন। মা রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার পর রাজার দায়িত্ব গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস। কিন্তু প্রথা মেনে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় আট মাসের মাথায় রাজা হিসেবে আজ তাঁর অভিষেক হচ্ছে। সব মিলিয়ে হবে দু’ঘণ্টার অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে ব্রিটেন।