সত্যপালের ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে সিবিআই হানা, বিমা কেলেঙ্কারির পর্দা ফাঁসে ৯ জায়গায় তল্লাশি

এর আগে বিমা কেলেঙ্কারি নিয়ে সত্যপাল মালিককে ৫ ঘণ্টা টানা জেরা করে সিবিআই।

এর আগে বিমা কেলেঙ্কারি নিয়ে সত্যপাল মালিককে ৫ ঘণ্টা টানা জেরা করে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
satya pal malik aide, j&k insurance scam case, cbi searches, cbi searches malik aide, indian express

বুধবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিকের ঘনিষ্ঠ সহকারীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর বীমা কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় সত্যপালের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।  

Advertisment

বীমা কেলেঙ্কারি মামলায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিকের তৎকালীন সহযোগীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এই সম্পর্কে তথ্য দিয়ে সিবিআইয়ের এক আধিকারিক বলেছেন যে বীমা কেলেঙ্কারির মামলায় জম্মু-কাশ্মীর এবং দিল্লির নয়টি জায়গায় এই অভিযান চালানো হচ্ছে।

দিল্লির নাংলোইতে প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের পিএস কানওয়ার রানার বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। সত্যপাল মালিকের প্রাক্তন প্রেস উপদেষ্টা সুনাল বালির ডিফেন্স কলোনির বাড়িতেও অভিযান চালানো হচ্ছে।

Advertisment

এর আগে বিমা কেলেঙ্কারি নিয়ে সত্যপাল মালিককে ৫ ঘণ্টা টানা জেরা করে সিবিআই। সেই সময় তাঁর রেকর্ড করা বয়ান নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। গত সাত মাসে এই নিয়ে সিবিআই দুইবার সত্যপাল মালিককে জিজ্ঞাসাবাদ করেছে।

Satyapal Malik