Advertisment

কুলভূষণ যাদবের ফাঁসি: কী করবে পাকিস্তান?

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় বীভৎস জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। তার জেরে আগামী সপ্তাহে শুনানির সময়ে যথেষ্ট উত্তেজিত বাদানুবাদের সম্ভাবনাও তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kulbhushan Jadhav

কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করতে নিষেধ করেছিল আন্তর্জাতিক আদালত (ফাইল ছবি)

প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের ভাগ্য স্থির হবে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে। হেগ-এ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কুলভূষণের মামলার শুনানি শুরু হওয়ার কথা। আপাতত পাকিস্তানের জিম্মায় রয়েছেন তিনি। তাঁকে সেখানে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Advertisment

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় বীভৎস জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। তার জেরে আগামী সপ্তাহে শুনানির সময়ে যথেষ্ট উত্তেজিত বাদানুবাদের সম্ভাবনাও তৈরি হয়েছে। এই জঙ্গি হামলা প্রভাব ফেলতে পারে  আগামী মাসের কর্তারপুর নিয়ে দু দেশের মধ্যে আধিকারিক পর্যায়ের বৈঠকেও।

আরও পড়ুন, ভারতের সিদ্ধান্তে পাকিস্তানের কী এসে যাবে?

কুলভূষণ মামলায় পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল আনওয়ার মনসুর। পাকিস্তানের সংবাদপত্র ডন এ খবর জানিয়েছে। ভারতের প্রতিনিধিত্ব করবেন হরিশ সালভে।



৪৮ বছরের কুলভূষণ যাদবকে ২০১৭ সালের এপ্রিল মাসে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এ নির্দেশের বিরোধিতা করেছে ভারত। আদালতের নির্দেশের এক মাসের মধ্যেই আন্তর্জাতিক আদালতে আবেদন জানানো হয়েছে। ২০১৭ সালের ১৮ মে আন্তর্জাতিক আদালতের ১০ সদস্যের বেঞ্চ পাকিস্তানকে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে বিরত রেখেছে। যতদিন না আন্তর্জাতিক আদালতে মামলা শেষ হয়, ততদিন পাকিস্তানকে দণ্ডাজ্ঞা কার্যকর না করতে বলা হয়েছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এ ব্যাপারে বিশদে বলতে চাননি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যেহেতু বিষয়টি বিচারাধীন, ফলে এ নিয়ে জনসমক্ষে বেশি কথা বলা উচিত হবে না। আমাদের যা করার, তা আমরা আদালতেই করব।"



আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইট মোতাবেক ১৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত কুলভূষণ মামলার শুনানি চলবে।

ইতিমধ্যে পাকিস্তান জানিয়েছে, তারা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে। সংবাদপত্র ডন এ ব্যাপারে পাকিস্তানের এক বরিষ্ঠ আধিকারিককে উদ্ধৃত করেছে। তিনি জানিয়েছেন, "আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। কম্যান্ডার যাদব যে আসল ভারতীয় পাসপোর্টে মুসলিম নাম ব্যবহার করেছেন, তার সম্পূর্ণ প্রমাণ আমরা দাখিল করব। কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত কার্যকর করতে পাকিস্তান বদ্ধপরিকর।"

পাকিস্তানের দাবি, ২০১৬ সালের ৩ মার্চ তাদের নিরাপত্তা বাহিনী যাদবকে বালোচিস্তান থেকে গ্রেফতার করেছে।তিনি ইরান হয়ে সে দেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছে তারা।

Advertisment