করোনা পরিস্থিতিতে দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাবল করা হয়েছে। যার মাধ্য়মে এই দেশগুলির মধ্য়ে বিমান পরিষেবা শুরু করা যাবে। এয়ার বাবলের মাধ্য়মে করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করা হবে বলে বৃহস্পতিবার জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, '' আগামী ১৮ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্য়ারিসের মধ্য়ে ২৮টি বিমান চালাবে এয়ার ফ্রান্স। আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারত ও আমেরিকার মধ্য়ে ১৮টি বিমান চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স''। পুরী আরও জানিয়েছেন, দিল্লি ও নিউইয়র্কের মধ্য়ে রোজ বিমান চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স। দিল্লি ও সানফ্রান্সিসকোর মধ্য়ে সপ্তাহে ৩ বার বিমান চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স।
আরও পড়ুন: কুলভূষণ যাদবকে দ্বিতীয় কনস্য়ুলার অ্য়াকসেস পাকিস্তানের
কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে বাবলের মাধ্য়মে বিমান চালুর পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে দিল্লি ও লন্ডনের মধ্য়ে রোজ ২টি করে বিমান চলাচল করবে। তিনি আরও জানিয়েছেন, ''ভারতে বিমান চালুতে অনুমতির জন্য় জার্মানের বিমানসংস্থাগুলির কাছেও অনুরোধ জানিয়েছি''।
বাবলে ভারত থেকে ফ্রান্স ও আমেরিকার মধ্য়ে বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া। উল্লেখ্য়, করোনার জেরে গত ২৩ মার্চ থেকে দেশে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার কথা আগে জানিয়েছিল ডিজিসিএ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন