Fourth International Yoga Day 2018: তিনি বরাবরই ফিটনেস সচেতন। প্রায়শই তাঁর যোগাসনের ছবি বা ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল দুনিয়ায়। ক’দিন আগেও তিনি বিরাট কোহলি থেকে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, সকলের সঙ্গে ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হয়েছিলেন। সেই তাঁর হাত ধরেই অন্যবারের মতো এবারও দিন শুরু হল আন্তর্জাতিক যোগ দিবসের। দেরাদুনে প্রায় ৫০ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদি বললেন, যোগাসন সকলকে ঐক্যের সুতোয় বেঁধে রাখবে। যোগাসন করলে যে কতটা শান্তি পাওয়া যায়, সে বার্তাও দিলেন প্রধানমন্ত্রী।
দেখতে দেখতে এ বছর চারে পা দিল আন্তর্জাতিক যোগ দিবস। শুধু প্রধানমন্ত্রীই নন, যোগ দিবসের অনুষ্ঠানে পা মিলিয়েছেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। দিল্লির রাজঘাটে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপরাজ্যপাল অনিল বাইজাল। অন্যদিকে, যোগ দিবসের অনুষ্ঠানে শামিল ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, নিতীন গডকড়ি, সুরেশ প্রভু, উমা ভারতী, রাম বিলাস পাসওয়ান, রবিশংকর প্রসাদও। মুম্বইয়ে যোগ দিবসের একটি অনুষ্ঠানে ছিলেন উiপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে গিনেস বুকে নাম লেখালেন রাজস্থানের কোটার অধিবাসীরা। কোটায় প্রায় ১ লক্ষ মানুষ একসঙ্গে যোগাসন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নয়া রেকর্ড তৈরি করলেন।
একনজরে দেখে নিন আন্তর্জাতিক যোগ দিবসের কিছু মুহূর্ত...
দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি, কলকাতাতেও পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস।