Advertisment

মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

"অনেকেই এই ঘটনাকে নাকচ করতে পারেন, কিন্তু যদি ইন্টারনেট না থাকত তবে কীভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখে তা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতেন ? এর মানে দাঁড়ায় সে যুগে ইন্টারনেট ছিল, স্যাটেলাইট ছিল," বিপ্লব দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
Tripura polls by winning 43 out of 59 assembly seats that underwent elections on February 18. Pic: Abhisek Saha

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি- অভিষেক সাহা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

যোগী আদিত্যনাথের পর এবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর কথায় ভাইরাল সোশাল মিডিয়া। একটি বিবৃতিতে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, ইন্টারনেটের আবিষ্কার আজ নয়, হয়েছিল প্রায় কয়েকশ বছর আগে। এবং মহাভারতের সময়ও প্রযুক্তি এবং স্যাটেলাইটের ব্যবহার হত। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) উপর একটি আঞ্চলিক ওয়ার্কশপের ভাষণে মুখ্যমন্ত্রী জানান, "মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমের দেশগুলিতে নয়, লক্ষ বছর আগে ইন্টারনেটের আবিষ্কার হয়েছিল ভারতেই।"

Advertisment

"অনেকেই এই ঘটনাকে নাকচ করতে পারেন, কিন্তু যদি ইন্টারনেট না থাকত তবে কীভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখে তা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতেন ? এর মানে দাঁড়ায় সে যুগে ইন্টারনেট ছিল, স্যাটেলাইট ছিল," বিপ্লব দেব।

আরও পড়ুন, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি: সুনীল দেওধর

"আমি গর্বিত যে এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশ প্রযুক্তিগতভাবে এত সমৃদ্ধ। যে সমস্ত দেশ নিজেদের সফ্টওয়্যার ব্যবসায় সেরা বলে দাবি করে তারা বেশীরভাগ ভারতীয়ই নিয়োগ করেন।" আগরতলার প্রাগনা ভবনে মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডের প্রতিনিধিদের উদ্দেশ্যে একথা বলেন বক্তা।

আরও পডুন, ত্রিপুরার সরকারি স্কুলে বাম জমানার সিলেবাস আমুল বদলের ভাবনা বিপ্লবের

প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগেই একটি বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং বলেন, চার্লস ডারউইনের বিবর্তনের তত্ত্ব বৈজ্ঞানিকভাবে ভুল। স্কুল এবং কলেজ পাঠ্যক্রমে সেটা পরিবর্তন করতে হবে।

tripura CM bjp
Advertisment