ক’দিন আগেই তাঁর ইন্টারনেট তত্ত্ব শোরগোল ফেলছিল গোটা দেশে। নিজের বক্তব্যের যুক্তি খাটাতে গিয়ে এবার মোদি সরকারের স্যাটেলাইট সাফল্যের প্রসঙ্গ টানলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার দিল্লিতে তিনি বলেন, মোদি সরকার বছরে ১০৪টি স্যাটেলাইট পাঠায় মহাকাশে। মহাভারতের যুগে প্রযুক্তিতে এ দেশ উন্নত ছিল, তাই আজ এটা সম্ভব হচ্ছে বলে দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ওই সময় আমাদের দেশে বিজ্ঞানে অনেক উন্নত ছিল, যার আন্দাজ পাওয়া যায় রামায়ণ, মহাভারত, উপনিষদে। আর এটা সেই দেশ, যেখানে মোদি ও তাঁর সরকার বছরে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠান...বইয়ে যা রয়েছে,এটাই তার প্রমাণ।’’
ক’দিন আগেই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, মহাভারতের যুগে দেশে ইন্টারনেট, স্যাটেলাইট ছিল। এমনকি, তাঁর এই দাবি নিয়ে যুক্তিও খাটান বিপ্লব। তিনি বলেন যে, ইন্টারনেট ছিল বলেই সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা ধৃতরাষ্ট্রকে করতে পেরেছিলেন। শুক্রবার দিল্লিতে তিনি বলেন, ইন্টারনেট, স্যাটেলাইট যদি না থাকত, তবে ৫০ কিমি দূরে যুদ্ধক্ষেত্রে কী হচ্ছে, তার বর্ণনা কীভাবে ধৃতরাষ্ট্রকে করতেন সঞ্জয়। তিনি আরও বলেন একজনের চোখ দিয়ে অতদূরে কী হচ্ছে, তা দেখা সম্ভব নয়। সেসময় এর পিছনে নিশ্চয়ই কোনও পদ্ধতি ছিল। সঞ্জয়ের সেই পদ্ধতিই আজকের সময়ের ইন্টারনট।
আরও পড়ুন, মহাভারতের যুগে ইন্টারনেট! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশেই রাজ্যপাল তথাগত রায়
বিপ্লবের এই ‘আজব’ দাবি ঘিরে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া হয়। বিভিন্ন মহলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে জোর সমালোচনাও হয়। তিনি বলেন, ‘‘যাঁরা ভারতের সংস্কৃতি, ঐতিহ্যকে ছোট করতে চান, আর আমাদের থেকে ইউরোপিয়ানদের এগিয়ে রাখতে চান, তাঁরাই আমার এই মন্তব্যে বিরক্ত হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশ যে মহান, সেটা আসলে ওঁরা মেনে নিতে পারেন না।’’ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মতে, মহাভারতে বিজ্ঞানের কথা না থাকলে, আজকে ইন্টারনেট পরিষেবা মেলা সম্ভব হত না।
আরও পড়ুন, মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
তাঁর বক্তব্যের পাশে দেশের ৯৯ শতাংশ মানুষ সমর্থন করেছেন বলেও দাবি করেছেন বিপ্লব কুমার দেব। অন্যদিকে এ প্রসঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামও টেনে এনেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সীতারাম ইয়েচুরির বাবা-মা, তাঁর নাম রেখেছিলেন সীতা রাম। নিশ্চয়ই ওঁরা কিছু ভেবেছেন, সেকারণেই সীতা ও রামের নাম নিয়ে ছেলের নাম রেখেছেন। স্ট্যালিন, লেনিনের মতো নামকরণ কেন করেননি।’’
আরও পড়ুন, ত্রিপুরার সরকারি স্কুলে বাম জমানার সিলেবাস আমূল বদলের ভাবনা বিপ্লবের
তবে তিনি এ ব্যাপারে যে আর মাথা ঘামাবেন না, সে ব্যাপারে স্পষ্ট করে বলেছেন বিপ্লব। ত্রিপুরার উন্নয়নই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে এদিন বার্তা দিয়েছেন বিপ্লব। স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচিতে উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলির থেকে যে তাঁর রাজ্য অনেক এগিয়ে গেছে, সে কথাও বলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।