মুখ্যমন্ত্রীর সফরের আগে হুলস্থূল! দাউদাউ করে জ্বলছে আগুন.....বন্ধ ইন্টারনেট পরিষেবা

ঘটনার পরই জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ঘটনার পরই জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
manipur cm program venue set on fire, Churachandpur, cm venue set on fire, mob vandalises manipur cm venue, manipur cm biren singh, manipur cm event venue, cm event venue set on fire

মুখ্যমন্ত্রীর সফরের আগে অনুষ্ঠানস্থলে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা; মণিপুরে হুলস্থূল! বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Advertisment

মণীপুরের মুখ্যমন্ত্রীর এন বীরেন সিং-য়ের সফরের আগেই উত্তপ্ত চুড়াচাঁদপুর। শুক্রবার সেখানেই এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর সফরের আগেই উত্তপ্ত এলাকা। সেখানে জিম এবং খেলার সুযোগসুবিধা দেওয়ার জন্য অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। যেখানে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের হওয়ার কথা তার কাছেই ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। সভাস্থলেও আগুন লাগানো হয়। এর পরেই ওই জেলায় ইন্টারনেট বন্ধ করা হয়। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ঘটনার পরই জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। চুড়াচাঁদপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, একটি বিক্ষুব্ধ জনতাকে অনুষ্ঠানস্থলের ভিতরে চেয়ার এবং অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করতে দেখা যায়।

ঘটনাটি পর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চুড়াচাঁদপুর প্রশাসন জেলায় নিরাপত্তা জোরদার করতে বিপূল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে। পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ ।

Advertisment

পুলিশ সূত্রে খবর উত্তেজিত জনতা স্পোর্টস কমপ্লেক্সের একাংশে আগুন ধরিয়ে দেয়, এটিই উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। হিংসার জেরে মুখ্যমন্ত্রীর আজকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিনা তা জেলা প্রশাসন এখনও নিশ্চিত করতে পারেনি। ঘটনবার জেরে সেখানে বনধ ডেকেছে আদিবাসীদের সংগঠন।

শুক্রবার সকাল ৪টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছে। আদিবাসী ফোরাম রাজ্য সরকারের বিরুদ্ধে গীর্জা ভেঙে দেওয়ার অভিযোগ করেছে। তাদের অভিযোগ, সেখানে একাধিক চার্চ ভেঙে দেওয়া হয়েছে। আদিবাসীদের সঙ্গে কোন রকম আলাপ-আলোচনা না করেই ওই গির্জাগুলি ভেঙে দেওয়া হয়। যদিও মণিপুরের প্রশাসন জানিয়েছে, আদালতের নির্দেশে তাঁরা ওই গির্জাগুলি ভেঙে দিয়েছে রাজ্য প্রশাসন।

Manipur