Advertisment

আরও ৩ দিনের সিবিআই হেফাজতে চিদাম্বরম

আইএনএক্স মিডিয়া মামলায় আগামী সোমবার পর্যন্ত চিদাম্বরমকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, চিদাম্বরমকে ৫ দিনের হেফাজতে চেয়েছিল সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Chidambaram , চিদাম্বরম

পি চিদাম্বরম। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও সিবিআই হেফজাতে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় আগামী সোমবার পর্যন্ত চিদাম্বরমকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, চিদাম্বরমকে ৫ দিনের হেফাজতে চেয়েছিল সিবিআই। আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট গ্রেফতার করা হয় চিদাম্বরমকে।

Advertisment

আরও পড়ুন: Assam NRC Final List 2019: অসম এনআরসি: কীভাবে দেখবেন নামের তালিকা? জেনে নিন

অন্যদিকে, আইএনএক্স মিডিয়া সংক্রান্ত ইডি মামলায় পি চিদাম্বরমের জামিনের আবেদনের রায় মুলতুবি রেখেছে সুপ্রিম কোর্ট। আগামী ৫ সেপ্টেম্বর ওই রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। আদালত জানিয়েছে ইডিকে একটি বন্ধ খামে সমস্ত নথি জমা দিতে হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আদালতে জানিয়েছিলেন, তিনি সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে পারবেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই মেয়াদবৃদ্ধির বিষয়টি সিবিআই আদালতের আওতাধীন। এরপর সে নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের বেঞ্চ।

আরও পড়ুন: নারদ তদন্তে তৃণমূল সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ,লোকসভার অধ্যক্ষকে সিবিআই-এর চিঠি: সূত্র

এ মামলার শুনানি চলাকালীন ইডির তরফ থেকে বলা হয় টাকা পাচার সমাজ ও জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় তারা।

Read the full story in English

P Chidambaram
Advertisment