আইএনএক্স মিডিয়া আর্থিক তছরুপের মামলায় পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করল ইডি। বুধবার সকালে ইডি দফতরে হাজিরা দেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড’(এফআইপিবি)-এর ছাড়পত্র দেওয়া নিয়ে এদিন ওই কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।
উল্লেখ্য, এ মামলায় তাঁর বয়ান রেকর্ডের জন্য ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এ নিয়ে গত নভেম্বরে চিদম্বরমকে তলব করে ইডি। আইএনএক্স মিডিয়াকে এফআইপিবি ছাড়পত্র দেওয়ার জন্য চিদম্বরম পুত্র কার্তি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই সময় কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। যে ঘটনার তদন্তে গত ২৮ ফেব্রুয়ারি চিদম্বরম পুত্রকে গ্রেফতার করে সিবিআই। পরে জামিনে মুক্ত হন কার্তি। চিদম্বরমের ছেলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এস ভাস্করারমনকেও গ্রেফতার করা হয়েছিল। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে এমনই খবর।
আরও পড়ুন, কলকাতায় হাওয়ালা ব্যবসা, ইডি হানায় উদ্ধার ১.৬৫ কোটির ভারতীয় ও ৬৫ লক্ষ টাকার বিদেশি মুদ্রা
এ মামলায় কার্তি চিদম্বরমকেও আগে জিজ্ঞাসাবাদ করে ইডি। ভারতে ও বিদেশে থাকা কার্তির প্রায় ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ওই তদন্তসংস্থা। ২০০৭ সালে চিদম্বরম যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন সেসময় ৩০৫ কোটি টাকার বিদেশি অনুদানের জন্য আইএনএক্স মিডিয়াকে এফআইপিবি ছাড়পত্র দেওয়া নিয়ে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগে জানায় ইডি।
তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, এফআইপিবি ছাড়পত্রের জন্য পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন আইএনএক্স মিডিয়ার পিটার ও ইন্দ্রাণী মুখার্জি।
Read the full story in English