Advertisment

আইএনএক্স মিডিয়া মামলা: চিদাম্বরমকে আরও একদিনের সুরক্ষাকবচ

প্রাক্তন অর্থমন্ত্রীর হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিবাল বলেন, ইডি যেমনতেমন ভাবে আদালতে নথি দাখিল করতে পারে না এবং অভিযুক্তের অজ্ঞাতে তাঁর হেফাজত চাইতে পারে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Chidambaram , চিদাম্বরম

পি চিদাম্বরম। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আইএনএক্স মিডিয়া সংক্রান্ত ইডির মামলায় আরও একদিনের সুরক্ষাকবচ পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। বুধবার পর্যন্ত তাঁকে এই মামলায় গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আর ভানুমতী ও এএস বোপান্নার বেঞ্চ বলেছে, চিদাম্বরমের দুটি আবেদন নিয়ে ইডির সওয়াল বুধবার শোনা হবে। সংবাদসংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।

Advertisment

একদিন আগেই সুপ্রিম কোর্ট ইডি মামলায় চিদাম্বরমকে গ্রেফতারি থেকে সুরক্ষাকবচ দিয়েছিল। মঙ্গলবার সে মামলার শুনানি শুরুর পর চিদাম্বরমের আইনজীবী ইডি-র হলফনামার উপর একটি প্রত্যুত্তর দাখিল করেন। ইডির হলফনামায় সেই সব দেশের নাম রয়েছে, যেখানে চিদাম্বরম ও তাঁর সহযোগী ষড়যন্ত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রীর হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিবাল বলেন, "ইডি যেমনতেমন ভাবে আদালতে নথি দাখিল করতে পারে না এবং অভিযুক্তের অজ্ঞাতে তাঁর হেফাজত চাইতে পারে না।"

আরও পড়ুন, টাইমলাইন: আইএনএক্স মিডিয়ায় কীভাবে জড়ালেন চিদাম্বরম

আইএনএক্স মিডিয়ায় ইডি চিদাম্বরমের বিরুদ্ধে যে অর্থ পাচারের অভিযোগ এনেছে তাতে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের প্রতিলিপি চেয়েছেন কপিল সিবাল।

এই মামলায় গত বছরের ১৯ ডিসেম্বর ও এ বছরের ১ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

supreme court P Chidambaram
Advertisment