বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন উত্তর প্রদেশের এক আইপিএস অফিসার। বুধবার সকালেই ঘটে এই ঘটনা। হঠাৎই বিষ খেয়ে নেন সুরেন্দ্র কুমার দাস নামে ওই এই অফিসার। এরপরই তাঁকে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। কানপুর নগরে এসপি (ইস্ট)-এর পদে নিযুক্ত ছিলেন এই পুলিশ আধিকারিক। ঘটনার পর তাঁকে একটি স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: কাশ্মীরে বালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত ৫
তবে ঠিক কী কারণে হঠাৎ এমন পদক্ষেপ নিলেন কানপুরে কর্মরত ওই অফিসার, তা এখনও জানা যায়নি। তিনি যা খেয়েছেন, তা আদৌ বিষ ছিল, না অন্য কিছু, তাও এখনও স্পষ্ট হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ডিজি প্রবীন কুমার জানান, এখনই কিছু বলা যাবে না। এ বিষয়ে হাসপাতালের বুলেটিন প্রকাশিত হলেই বাকি তথ্য জানা যাবে। তিনি বলেন, “আমরা জানতে পারি দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, কারণ আমরা এখনও নিশ্চিতভাবে জানিনা, ওটা বিষ নাকি অন্য কিছু ছিল। এ ক্ষেত্রে হাসপাতালের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। হয়ত হাসপাতাল একটি বুলেটিন প্রকাশ করবে, এরপরেই আমরা কারণটা জানতে পারব যে দাসের সঙ্গে আসলে কী ঘটেছিল।"
প্রসঙ্গত, ২০১৪-র ব্য়াচের আইপিএস অফিসার সুরেন্দ্র কুমার দাস। গত ৩ অগাস্ট এসপি (ইস্ট)-এর পদে নিযুক্ত হয়ে কানপুরে আসেন তিনি। জানা গিয়েছে, ইলেকট্রিকাল ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এরপরই যোগ দেন পুলিশে।