Advertisment

'ভিত্তিহীন'! আমেরিকার দাবিকে উড়িয়ে দিল ইরান, ভারত মহাসাগরে জাহাজ হামলার নেপথ্যে কার হাত?

পেন্টাগন বলেছে যে ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন ভারত মহাসাগরে জাহাজটিতে আঘাত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran drone attack

শনিবার একটি সন্দেহভাজন ড্রোন দ্বারা আঘাত করার পরে ভারতীয় কোস্ট গার্ডের ডর্নিয়ার সামুদ্রিক নজরদারি বিমানটি আরব সাগরে নেওয়া এমভি কেম প্লুটোর একটি ভিজ্যুয়াল যা এতে আগুন দেয়। (এএনআই ছবি)

ইরান সোমবার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে তারা জানিয়েছে ২৩ ডিসেম্বর গুজরাট উপকূলে আরব সাগরে একটি রাসায়নিক ট্যাঙ্কারে হামলার অভিযোগ "ভিত্তিহীন"। হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইরানের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, "মার্কিন অভিযোগ ভিত্তিহীন।" ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন ভারত মহাসাগরে জাহাজটিতে আঘাত হেনেছে বলে পেন্টাগনের দাবির একদিন পরই প্রতিক্রিয়া এল ইরানের তরফে।

Advertisment

গুজরাট উপকূল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে ভারতগামী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় তোলপাড় হয় গোটা বিশ্ব জুড়ে। সেই ঘটনা নিয়ে বিরাট দাবি করে আমেরিকা। আমেরিকা দাবি করে ভারতগামী সেই জাহাজে ড্রোন হামলার পিছনে রয়েছে ইরান। এবার সরকারি ভাবে আমেরিকার সেই দাবিকে নস্যাৎ করল ইরান।

উল্লেখ্য ভারত মহাসাগরে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয় শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ। ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গিয়েছে। তবে জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Iran
Advertisment