Advertisment

Iran Missile attack in Pakistan: মুহুর্মুহু মিসাইল হামলা ইরানের, মৃত্যু…! 'মারাত্মক পরিণতির' হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তান বলেছে, প্রতিবেশী ইরান তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। যার ফলে দুই শিশুর মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran Pakistan missile attack

ইসলামাবাদ সতর্ক করেছে যে এই ঘটনার "গুরুতর পরিণতি" হতে পারে এবং পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে "সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য" ছিল। (প্রতিনিধিত্বমূলক ছবি)

ইরানের মিসাইল হামলার জবাবে পাকিস্তান 'ভয়াবহ পরিণতির' হুঁশিয়ারি দিয়েছে। বুধবার সকালে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ইরান কোনো কারণ ছাড়াই পাকিস্তানের আকাশসীমায় লঙ্ঘন করে হামলা চালায়। এই হামলায় ২ শিশু নিহত এবং তিনজন আহত হয়েছে।

Advertisment

পাক বিদেশ মন্ত্রক বুধবার জানিয়েছে, হামলার পর ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে এই ইস্যুতে তলব করা হয়েছে। এদিকে পাক সরকারের বিবৃতিতে এটা স্পষ্ট নয় যে ইরানের মিসাইল হামলাটি কোথায় হয়েছে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, বালোচিস্তানে হয়েছে ইরানের এই মিসাইল হামলা।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বলেছেন, 'পাকিস্তান ইরানের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি আকাশ সীমা লঙ্ঘনকে সম্পূর্ণ 'অগ্রহণযোগ্য' বলে বর্ণনা করে তিনি বলেছেন এর 'মারাত্মক পরিণতি' ভোগ করতে হতে পারে ইরানকে'।

'এ ধরনের কাজ সম্পর্ক নষ্ট করবে'

পাক বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, 'পাকিস্তান সবসময় বলেছে যে সন্ত্রাসবাদ এই অঞ্চলের সব দেশের জন্য একটি হুমকি। যার জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এই ধরনের একতরফা পদক্ষেপ ভাল প্রতিবেশী সম্পর্কের সঙ্গে কোন ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই ধরণের ঘটনা দুই দেশের একে অপরের ওপর 'আস্থাকে' মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের উচিত 'সতর্কতা' অবলম্বন করা।

আরও পড়ুন: < Kolkata to Ayodhya Flights: অযোধ্যায় রামমন্দির দেখতে যাবেন? কলকাতা থেকেই যাচ্ছে বিমান, কবে শুরু পরিষেবা? >

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার জানিয়েছে যে ইরানের সামরিক বাহিনী পাকিস্তানে জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে মুর্হুমুহু মিসাইল হামলা চালিয়েছে। এই ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধ্বংস করা হয়। ঘাঁটিগুলি বেলুচিস্তানে অবস্থিত বলে দাবি করা হয়েছে। জইশ আল-আদল একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা পাকিস্তান থেকে তাদের জঙ্গি কাজকর্ম চালায়। এই সংগঠনের বিরুদ্ধে ইরান সীমান্তে সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে। ইরানও সীমান্ত হামলার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। গত মাসে ইরানের সিস্তান-বেলুচিস্তানে একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসবাদী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। গতকালের হামলার পর আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে।

pakistan Iran
Advertisment