উত্তর পূর্ব দিল্লির হিংসার নিন্দা করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ। তার কয়েক ঘন্টার মধ্যেই ভারতে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল বিদেশমন্ত্রক। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আলোচনার প্রতিবাদ জানাতেই ইরানি রাষ্ট্রদূতকে সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisment
দিল্লি হিংসাকে 'মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত হিংসা' বলে বর্ণনা করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ। কেন্দ্রীয় সরকারেও 'জ্ঞানহীন' বলে কটাক্ষ করেন তিনি। বিশ্বের চতুর্থ মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে ইরান দিল্লি হিংসার সমালোচনা করেছে।
টুইটে জারিফ লেখেন, 'ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে এই হিংসার নিন্দা করছে ইরান। ভারত-ইরানের বন্ধুত্ব শতাব্দী প্রাচীন। সব ভারতীয়দের সুরক্ষা-সুস্থতা নিশ্চিতকরণ ও হিংসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আর্জি জানাচ্ছি। আইনের শাসন জারি করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আবেদন করছি।'
ইরানের আগে তুর্কি, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার তরফে দিল্লি হিংসার নিন্দা করা হয়েছে। এর আগে সিএএ বিক্ষোভ ঘিরে হিংসা ছড়ালে নিন্দা করেছিল বাংলাদেশ ও মালয়শিয়া।
দিল্লি হিংসা নিয়ে আগেই পাকিস্তান ও তুর্কির সমালোচনা খারিজ করেছে নয়া দিল্লি।
এদিকে দিল্লিতে হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত শাহরুখ খানকে গ্রেফতার করা হয়েছে। মৌজপুরে অশান্তি চলাকালীন ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল ২৩ বছর বয়সী শাহরুখের বিরুদ্ধে। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ থেকে শাহরুখকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ৪৭ জনের প্রাণ গিয়েছে।