দিল্লিতে হিংসার ঘটনায় আবারও ভারতকে একহাত নিল ইরান। মুসলিমদের হত্যা রোধে চরমপন্থী হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ভারত সরকারের, এমন মন্তব্যই করেছেন ইরানের নেতা আয়াতোল্লা খামেনেই। উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির হিংসার নিন্দা করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ। তার কয়েক ঘন্টার মধ্যেই ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় বিদেশমন্ত্রক। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আলোচনার প্রতিবাদ জানাতেই ইরানি রাষ্ট্রদূতকে সমন পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছিল।
এ প্রসঙ্গে টুইটারে খামেনেই লিখেছেন, ভারতে মুসলিমদের হত্যায় মুসলিমদের হৃদয় শোকে কাতর। চরমপন্থী হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ভারত সরকারের। মুসলিমদের হত্যা বন্ধ করতে হবে তা না হলে ইসলাম দুনিয়া থেকে ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: আইন প্রয়োগে পুলিশ ব্যর্থ হলে গণতন্ত্রও ব্যর্থ হবে: ডোভাল
উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লি হিংসাকে ‘মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত হিংসা’ বলে বর্ণনা করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ। কেন্দ্রীয় সরকারেও ‘জ্ঞানহীন’ বলে কটাক্ষ করেন তিনি। বিশ্বের চতুর্থ মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে ইরান দিল্লি হিংসার সমালোচনা করেছে।
আরও পড়ুন: দিল্লি হিংসায় নিহত বেড়ে ৫৩
টুইটে জারিফ লেখেন, ‘‘ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে এই হিংসার নিন্দা করছে ইরান। ভারত-ইরানের বন্ধুত্ব শতাব্দী প্রাচীন। সব ভারতীয়দের সুরক্ষা-সুস্থতা নিশ্চিতকরণ ও হিংসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আর্জি জানাচ্ছি। আইনের শাসন জারি করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আবেদন করছি’’। ইরানের আগে তুর্কি, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার তরফেও দিল্লি হিংসার নিন্দা করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন