তৎকাল হোক বা আগাম বুকিং, এখন আরও সহজ

Book train ticket through Indian Railway e-wallet: গ্রাহক আগে থেকেই যদি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন, পরবর্তীকালে সেই টাকা থেকেই টিকিট কাটার সুবিধা পাবেন।

Book train ticket through Indian Railway e-wallet: গ্রাহক আগে থেকেই যদি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন, পরবর্তীকালে সেই টাকা থেকেই টিকিট কাটার সুবিধা পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi, দিল্লি

IRCTC E-Wallet: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং টুরিজিম ( IRCTC) ও ভারতীয় রেল পরিষেবার ই-টিকিট সংস্থা জানিয়েছে 'IRCTC E-Wallet Service' দিয়ে পেমেন্ট করলে তা নিরাপদ। একইসঙ্গে একাধিক অফারের সুবিধা পাবেন আপনি। এক্ষেত্রে গ্রাহক আগে থেকেই যদি E-Wallet-এ নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন, পরবর্তীকালে সেই টাকা থেকেই টিকিট কাটার সুবিধা পাবেন আপনি। যেমন ঠিক 'ওলা' অ্যাপের 'ওলা মানি'। পেমেন্ট ট্রানজাক্শন সম্পূর্ণ বিনামূল্যে হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং টুরিজিম তাদের টুইটার হ্যান্ডেল মারফত ঘোষণা করেছে, টিকিট বাতিল করলে বাড়তি টাকা চটজলদি ফেরত চলে আসবে আপনার IRCTC E-Wallet অ্যাকাউন্টে। একইসঙ্গে তৎকাল হোক বা আগাম সিট বুকিং, দুইই আরও সহজলভ্য হয়ে উঠবে।

Advertisment

কি কি ফিচার রয়েছে নতুন প্রযুক্তিযুক্ত 'IRCTC E-Wallet Service'?

Advertisment

১) আইআরসিটিসি ই-ওয়ালেটের মাধ্যমে প্রতিটি বুকিংয়ের জন্য পাসওয়ার্ড / পিন নম্বরের প্রয়োজন। যার ফলে নিরাপদ হবে আপনার পেমেন্ট ট্রানজাকশন।

২) আইআরসিটিসি ই-ওয়ালেট পরিষেবা শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ। ভারতীয় মোবাইল নম্বরের সঙ্গে আইআরসিটিসির সংযোগ করতে পারবেন। যাতে সমস্ত নোটিফিকেশন মেসেজ আকারে আপনার কাছে পৌছাতে পারে।

৩) ই-ওয়ালেট ব্যবহারকারীদের প্যান অথবা আধার নম্বরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।

৪) ১০,০০০ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন IRCTC E-Wallet

৫) আইআরসিটিসিতে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা। পরিষেবার জন্য কর দিতে হবে ১০ টাকা।

৬) টিকিট বাতিল করার ক্ষেত্রে, পরবর্তী অর্থ ফেরত পাবেন আইআরসিটিসি ই-ওয়ালেট অ্যাকাউন্টে।

৭) ব্যবহারকারীদের কাছে একটি লিঙ্ক আসবে, যেখানে আইআরসিটিসি ই-ওয়ালেটের মাধ্যমে কাটা টিকিট, লেনদেনের ইতিহাস যাবতীয় সব তথ্য পেয়ে যাবেন।

কী ভাবে রেজিস্টার করবেন ?

1) বিদ্যমান IRCTC ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইআরসিটিসি তে লগইন করুন

2) 'আমার ভ্রমণ পরিকল্পনা' পেজে আইআরসিটিসি ই-ওয়ালেট বিভাগের অধীনে 'আইআরসিটিসি ই-ওয়ালেট রেজিস্ট্রেশন' লিঙ্কটি ক্লিক করুন।

৩) প্যান বা আধার এবং অন্যান্য বিবরণ নথিভুক্ত করে সম্পূর্ণ যাচাইকরণ প্রক্রিয়া শেষ করুন।

৪) এককালীন রেজিস্ট্রেশন ফি জমা দিন।

৫). আইআরসিটিসি ই-ওয়ালেট অ্যাকাউন্টকে ক্রেডিট কার্ডের সঙ্গে সংযোগ করুন। ১০০ টাকার বিনিময়ে প্রথমে ট্রানজাকশন হবে, পরবর্তীকালে তা অ্যাকাউন্টে জমা থাকবে।

Rail Ticket indian railway IRCTC