Advertisment

এক ঝলকে দেখে নিন তৎকালসহ ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত নানা তথ্য

কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাবেন না আপনি। আর তৎকালে ওয়েটিং লিস্ট থাকলে বাতিল করলে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অংকের টাকা ফেরত পাবেন আপনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিনক্ষণ আগে থেকে ঠিক করে হাতে সময় নিয়ে বেরোতে হলে ট্রেনের টিকিট কাটা থাকে আগে থেকেই। কিন্তু উঠল বাই, তো কটক যাই, এই পন্থায় বিশ্বাস করলে আপনার সহায় সেই তৎকাল। আপতকালীন পরিস্থিতিতেও হাতের পাঁচ সেই তৎকালই। এমনিতে আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে তৎকাল সংক্রান্ত সব তথ্যই পাবেন বিশদে।

Advertisment

আপনার কাঙ্ক্ষিত দিনে ট্রেনের টিকিট না পেলে তৎকালই একমাত্র বিকল্প। সেক্ষেত্রে যাত্রার দিনের ২৪ ঘণ্টা আগে তৎকালে টিকিট বুক করতে পারবেন আপনি। ট্রেনের এসি কোচে আসন সংরক্ষণের জন্য তৎকাল টিকিট দেওয়া শুরু হয় সকাল ১০টা থেকে। স্লিপার ক্লাসে আসন সংরক্ষণের জন্য টিকিট দেওয়া শুরু হয় সকাল ১১ টা থেকে।

আরও পড়ুন, লাদাখে তুষারধ্বসে মৃত বেড়ে পাঁচ, চলছে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ

সেকেন্ড ক্লাস কোচের ক্ষেত্রে স্বাভাবিক টিকিটের তুলনায় তৎকালে অতিরিক্ত ১০ শতাংশ এবং অন্যান্য কোচের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ শতাংশ টাকা লাগে।

তৎকাল টিকিট বাতিলের নিয়ম

কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাবেন না আপনি। আর তৎকালে ওয়েটিং লিস্ট থাকলে বাতিল করলে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অংকের টাকা ফেরত পাবেন আপনি।

অন্যান্য টিকিট বাতিল করার নিয়ম

http://www.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে টিকিট বাতিল করা যায়। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত এসে যায়। কিন্তু এ ক্ষেত্রে মনে রাখতে হবে অনলাইনে কাটা টিকিট বাতিল করতে চাইলে কাউন্টারে গিয়ে তা করা সম্ভব নয়।

তৎকাল নয়, এমন টিকিটের ক্ষেত্রে যাত্রা শুরুর সময়ের ৪৮ ঘণ্টার আগে টিকিট বাতিল করলে এসি ফার্স্ট ক্লাস কামড়া এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২৪০ টাকা কেটে নেওয়া হয়। এসি টু টিয়ার কোচ এবং ফার্স্ট ক্লাসের জন্য কাটা হয় ২০০ টাকা। এসি থ্রি টিয়ার/ চেয়ার কারের জন্য ১২০ টাকা এবং স্লিপার ক্লাস আর সেকেন্ড ক্লাসের টিকিট বাতিল করলে কাটা হয় ৬০ টাকা।

১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ২৫ % এবং ১২ ঘণ্টার কম সময় আগে বাতিল করলে ৫০ % টাকা কেটে নেওয়া হয়।

Read the full story in English

IRCTC
Advertisment