রাত পোহালেই লকডাউনের মধ্য়ে প্রথম ট্রেন চলবে দেশে। তার আগে ট্রেনের বুকিংয়ের বিপুল চাহিদা চোখে পড়ল। বুকিং শুরুর ১০ মিনিটের মধ্য়েই হাওড়া-নয়া দিল্লি স্পেশাল ট্রেনের এসি-১ ও এসি -৩ এর সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার হাওড়া থেকে বিকেল ৫টা ৫ মিনিটে এই ট্রেনটি ছাড়ার কথা।
আইআরটিসি-র ওয়েবসাইটে ট্রেনের টিকিট কাটা যাবে। ওয়েবসাইট দেখে জানা যাচ্ছে, সন্ধে সাড়ে ৬টার মধ্য়ে ভুবনেশ্বর-নয়াদিল্লি স্পেশাল ট্রেনের এসি -১ ও এসি -৩ এর টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘আপনারা কেন রাজনীতি করছেন এখন’, মোদীর ভিডিও বৈঠকে কেন্দ্রকে নিশানা মমতার
এদিন বিকেল ৪টে থেকে আইআরসিটিসি-র ওয়েবসাইটে প্রথম টিকিট কাটার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্য়ার জন্য় সন্ধে ৬টা থেকে ট্রেনের টিকিট বুক করা যাচ্ছে।
করোনা পরিস্থিতিতে নিয়ম মেনেই দেশে কাল থেকে ছুটবে ট্রেন। নয়া দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ১৫টি ট্রেন যাত্রা শুরু করবে। আজ থেকেই ট্রেনের বুকিং শুরু হয়েছে। নয়া দিল্লি-ডিব্রুগড়, নয়া দিল্লি-আগরতলা, নয়া দিল্লি- হাওড়া, নয়া দিল্লি-পটনা, নয়া দিল্লি-বিলাসপুর, নয়া দিল্লি-রাঁচি, নয়া দিল্লি-ভুবনেশ্বর, নয়া দিল্লি-সেকেন্দ্রাবাদ, নয়া দিল্লি-বেঙ্গালুরু, নয়া দিল্লি-চেন্নাই, নয়া দিল্লি-তিরুবনন্তপুরম, নয়া দিল্লি-মাদগাঁও, নয়া দিল্লি-মুম্বই সেন্ট্রাল, নয়া দিল্লি-আহমেদাবাদ, নয়া দিল্লি-জম্মু তাওয়াই, এই ১৫টি ট্রেনই চালু হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন