Advertisment

ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকরা কতটা ছাড় পেতে পারেন, জানেন?

মেইল​​/ এক্সপ্রেস/ রাজধানী/ শতাব্দী/জন শতাব্দী /দুরন্ত গ্রুপের ট্রেনের সকল শ্রেণীতে প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় দেওয়ার হবে বলে জানিয়েছে রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

New Delhi Railway Station. Express Photo By Amit Mehra 20.10.2018 *** Local Caption *** New Delhi Railway Station.

IRCTC Railway Ticket Concession Rules For Senior Citizens:

Advertisment

বিগত বেশ কিছু বছর ধরে ট্রেনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় পেয়ে আসছেন প্রবীণ নাগরিকরা। মেইল​​/ এক্সপ্রেস/ রাজধানী/ শতাব্দী/জন শতাব্দী /দুরন্ত গ্রুপের ট্রেনের সকল শ্রেণীতে প্রবীণ নাগরিকদের ভাড়ায় নির্দিষ্ট ছাড় দেওয়া হয়।  পুরুষদের ক্ষেত্রে ৬০ বছর হলে এবং মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর হলে প্রবীণ নাগরিকের সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রবীণ মহিলা নাগরিক হলে টিকিটের মূল দামের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে আইআরসিটিসি। আর পুরুষ যাত্রীদের ক্ষেত্রে ৬০ বছরের ওপরে বয়স হলে টিকিটে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়।

কীভাবে পাবেন "প্রবীণ নাগরিক ছাড়"?

"প্রবীণ নাগরিক ছাড়ের" জন্য আইআরসিটিসি ই-টিকেটিং ওয়েবসাইট http://www.irctc.co.in এ 'Option for Senior Citizen Concession' বেছে নিয়ে "Avail Concession" বাছাই করতে হবে। সেখানে যাত্রীর সমস্ত তথ্য নথিভুক্ত করা প্রয়োজনীয়।

এই ছাড় পাওয়ার জন্য যাত্রীকে অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সঠিক বয়স জানাতে হবে এবং যাত্রাকালে বয়সের প্রমাণ বহন করতে হবে সঙ্গে।

সম্প্রতি ভারতীয় প্রবীণ নাগরিকদের রেল টিকিটে পূর্ণ-ছাড় বা অর্ধেক ছাড়ের সুবিধাও নিয়ে এসেছে ভারতীয় রেল। অর্থাৎ কেউ চাইলে প্রবীণ নাগরিকদের জন্য ধার্য পুরো ছাড়টি নিতে পারবেন। অথবা ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক ছাড় নিতে পারবেন। আবার যারা ছাড় নিতেই চাইছেন না, তাদের  'Forego Full Concession'  অপশনটি বেছে নিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য ধার্য ছাড়ের অর্ধেক ছাড় নিতে চাইলে 'Forego 50% Concession' অপশন বাছতে হবে।

Read the full story in English

indian railway IRCTC
Advertisment