scorecardresearch

মহিলা IAS আধিকারিককে যৌন হেনস্থা! হাজতে দুঁদে প্রশাসনিক আমলা  

পুলিশ সূত্রে খবর, এক মহিলা IAS আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শীর্ষ ওই আমলা গ্রেফতার করা হয়েছে।

Sexually assaulted by my father when I was a child syas DCW chief Swati Maliwal , 'বাবাই যৌন নিপীড়ন চালাতেন-লুকিয়ে থাকতাম', ভয়ঙ্কর অভিজ্ঞতা দিল্লি মহিলা কমিশনের প্রধানের

IAS আধিকারিককে যৌন হেনস্থা। ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় রাজধানী। অভিযোগ পেয়েই আসরে নামে দিল্লি পুলিশ। যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তিনি এক IRS আধিকারিক। মহিলা IAS আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শীর্ষ ওই আমলাকে গ্রেফতার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। ধৃত আধিকারিকের বিরুদ্ধে IPC-এর 354, 354-D, এবং 506 ধারায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এক মহিলা IAS আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শীর্ষ ওই আমলা গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। জানা গিয়েছে ২০২০ সালে কোভিডের সময় ওই মহিলা আধিকারিকের সঙ্গে কাজের সুবাদেই আলাপ হয় শীর্ষ আমলার। তিনি একাধিকবার তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।

এবিষয়ে মহিলা ওই IAS আধিকারিকের স্বামীও একাধিক বার এর আগে ওই দুঁদে আমলাকে সতর্ক করেন। কিন্তু তাতেও কোণ কাজ হয়নি। এরপর তিনি ওই মহিলা আধিকারিককে ক্রমাগত WhatsApp ম্যাসেজের মাধ্যমে নানান প্রস্তাব দিতে থাকেন। এমনকী সম্পর্কের জন্য ওই মহিলা আধিকারিককে চাপও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশে অভিযোগ জানান IAS আমলা। মহিলা আধিকারিকের অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত ওই শীর্ষ প্রশাসনিক আমলাকে গ্রেফতার করে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Irs officer held for stalking sexually harassing ias officer