ISIS India head Haris Farooqi Arrested: বিরাট সাফল্য অসম পুলিশের। ভারতে ISIS জঙ্গি সংগঠনের প্রধান ও তার এক সহযোগিকে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে ঢোকার পরেই গ্রেফতার ভারতের ISIS প্রধান হারিস ফারুকি (Haris Farooqi) ও তার এক সহযোগি। একটি বিবৃতিতে অসম পুলিশ (Assam Police) জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চলে দুরন্ত এই অভিযান। অসমের ধুবড়ি জেলার ধর্মশালা এলাকা থেকে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) দু'জনকে গ্রেফতার করেছে।
অসম পুলিশের তরফে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ধৃতদের দু'জনেরই পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। দেহরাদুনের হারিস ফারুকি ওরফে হারিস আজমল ফারুখি ভারতে ISIS-এর প্রধান। তার সহযোগী পানিপথের অনুরাগ সিং (Anurag Singh) ওরফে রেহান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার স্ত্রী একজন বাংলাদেশী নাগরিক।
ধৃত দু'জনেই ভারতে ISIS-এর অত্যন্ত অনুপ্রাণিত নেতা/সদস্য। তারা ভারতজুড়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতামূলক হামলার পরিকল্পনা করছিল। IED ব্যবহারের মাধ্যমে বড়সড় নাশকতার ছক ছিল তাদের। ISIS সংগঠনে যুবদের নিয়োগ থেকে শুরু করে জঙ্গি সংগঠনে টাকার জোগাড়ে বিভিন্ন পরিকল্পনা করেছিল তারা।
আরও পড়ুন- Bengaluru metro: মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, সাসপেণ্ড নিরাপত্তা কর্মী
এবার ধৃতদের দফায় দফায় জেরায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে মরিয়া গোয়েন্দারা। পুলিশ আরও জানিয়েছে, দিল্লি, লখনউ এবং অন্যান্য জায়গায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। অসম পুলিশ অভিযুক্তদের NIA-র হাতে তুলে দেবে।