Advertisment

গাজার হাসপাতালে রকেট ছুঁড়ল কে? চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই বিরাট শোরগোল  

গোয়েন্দা রিপোর্টে সিক্রেট তথ্য ফাঁস

author-image
IE Bangla Web Desk
New Update
Gaza hospital bombing, Gaza hospital blast, Gaza hospital explosion, Gaza hospital blast latest news, Israeli military statement on Gaza hospital blast, Israel Gaza conflict, Israel Hamas war,",

গাজার হাসপাতালে রকেট ছুঁড়ল কে? চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই বিরাট শোরগোল

গাজার হাসপাতালে সাধারণ মানুষের ওপর রকেট হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। এবিষয়ে নিয়ে জোরালো মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদীও। তিনি হামলার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।  

Advertisment

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি দাবি করেছেন যে ইজরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে হামলা করেনি এবং হাসপাতালে যে রকেটটি পড়েছিল সেটি ইসলামিক জিহাদ সন্ত্রাসবাদী সংগঠনের তরফে ছোঁড়া হয়েছে।  উৎক্ষেপণের সময় লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণেই হাসপাতালে গিয়ে পড়ে রকেটটি। এই দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। আইডিএফের তরফে এটিকে ইসলামিক জিহাদ সন্ত্রাসবাদী সংগঠনের মিসফায়ার বলেও উল্লেখ করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে যে  অপারেশনাল এবং গোয়েন্দা ব্যবস্থার অতিরিক্ত পর্যালোচনার পর, 'এটা পরিষ্কার যে আইডিএফ গাজার হাসপাতালে হামলা করেনি।'

সন্ত্রাসবাদীরা গাজায় হাসপাতালের কাছ থেকে রকেট ছুড়ছিল

এই বিষয়ে হাগারি আইডিএফের তরফে প্রকাশিত একটি ছোট্ট ভিডিওতে দাবি করেন, "আমি নিশ্চিত করতে পারি যে আইডিএফ অপারেশনাল সিস্টেমের বিশ্লেষণ ইঙ্গিত করে যে গাজা-ভিত্তিক জঙ্গিরা গাজার আল-আহলি হাসপাতালের কাছাকাছি থেকে রকেটগুলি ছুড়েছিল” তিনি আরও বলেছেন, গোয়েন্দা তথ্য দেখায় যে ইসলামিক জিহাদের জঙ্গিরাই, গাজার হাসপাতালে ব্যর্থ রকেট উৎক্ষেপণের জন্য দায়ী।  

টাইমস অব ইজরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এবং অধিকাংশ আরব দেশ বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। হামাস জঙ্গি গোষ্ঠী বলেছে যে এই হামলায় ৫০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।  গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক যদিও পরে বলেছে হামলায় ২০০-থেকে ৩০০ জন নিহত হয়েছেন।

ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে গাজা-ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলি  নির্বিচারে ইজরায়েলের দিকে রকেট নিক্ষেপ করতে শুরু করে এবং ৭ অক্টোবর যুদ্ধের শুরু থেকে ইজরায়েলের দিকে ছোড়া প্রায় ৪৫০টি রকেট গাজার অভ্যন্তরে পড়েছে, যা 'গাজার বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। নজরদারি ক্যামেরার ফুটেজ দেখায় যে মুহূর্তটি গাজা উপত্যকা থেকে উৎক্ষেপণ করা একটি রকেট ব্যর্থ হয় এবং গাজা ভূখণ্ডের ভিতরে বিস্ফোরিত হয়।

Israel-Palestine clash
Advertisment