আজ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের পঞ্চম দিন। যত দিন এগোচ্ছে যুদ্ধ ততই তীব্র হয়ে উঠছে। এখন পর্যন্ত হামাস ও ইজরায়েলের কমপক্ষে তিন হাজারের বেশি সাধারণ মানুষ ও সেনা নিহত হয়েছেন। এদিকে, ইজরায়েল দাবি করেছে যে তারা গাজা সীমান্তের কিছু এলাকা হামাসের থেকে পুনরুদ্ধার করা হয়েছে। ৬ অক্টোবর হামাসের ভয়ঙ্কর আক্রমণে কেঁপে ওঠে ইজরায়েল। ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে এই হামলাকে বর্ণনা করেছে ইজরায়েল। হামাসের হামলায় ইজরায়েলে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে, গাজায় এখন পর্যন্ত ৭৬৫ জন নিহত হয়েছেন। এমনটাই এখনও পর্যন্ত জানা গিয়েছে। এদিকে যুদ্ধপরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র সঙ্গে ফোনে কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবিষয়ে একটি অফিসিয়াল পোস্টও করেছেন। তিনি তাঁর অফিসিয়াল পোস্টে বলেছেন, "ইজরায়েলকে সমর্থন, শত্রু বাহিনীকে ঠেকাতে এবং নিরপরাধ মানুষকে রক্ষা করার জন্য সমন্বয়ের বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে।" সংবাদ সংস্থা এপি জানিয়েছেন, ইজরাইল দাবি করেছে হামাসের দখলে থাকা গাজার বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। রাষ্ট্র সংঘ বলছে, গাজায় অন্তত দুই লাখ মানুষ এখন পর্যন্ত যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন।
হামাসের সঙ্গে দ্বন্দ্বের মাঝে গাজায় ইজরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে, হামাস তাদের রকেট দিয়ে বেন গুরিওন বিমানবন্দর এবং তেল আবিবের অন্যান্য অংশকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে গাজা উপত্যকায় ‘মানবিক সাহায্যের’ আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডাব্লুএইচও বলেছে যে উত্তেজনা বাড়ার পর থেকে গাজার ১৩ টি স্থানে আক্রমণ করা হয়েছে, সেই সকল এলাকায় হাসপাতাল-চিকিৎসা পরিষেবা ইতিমধ্যে ভেঙে পড়েছে।
৫০০০ রকেট হামলার পর ইজরায়েল হামাসকে হামলার যোগ্য জবাব দিচ্ছে। শনিবারের হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইজরায়েলের সামরিক অভিযান হামাসকে নির্মূল করতে এবং "মধ্যপ্রাচ্যকে রূপান্তরিত করার" জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের গণহত্যাকে ইসলামিক স্টেট আইএসআইএসের বর্বরতার সঙ্গে তুলনা করেছেন। যখন আইএসআইএস সিরিয়া ও ইরাকের বড় অংশের নিয়ন্ত্রণে ছিল, সেখানেও একই ধরনের নৃশংসতা চালানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, হামাস জঙ্গিরা নিরপরাধ শিশুদের বন্দী করে তাদের পুড়িয়ে হত্যা করেছে। হামাস ISIS এর মতই বর্বর।