Advertisment

হামাসের বর্বরতার বিরুদ্ধে আনা মার্কিন প্রস্তাবের বিপক্ষে ভোট রাশিয়া-চিনের, গর্জে উঠল ইজরায়েল

১০টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel, Russia, China voting, US resolution, Hamas Attack, America,

হামাসের বর্বরতার বিরুদ্ধে আনা মার্কিন প্রস্তাবের বিপক্ষে ভোট রাশিয়া-চিনের, গর্জে উঠল ইজরায়েল

ইজরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সংযুক্ত আরব আমিরশাহী সহ রাশিয়া ও চিন মার্কিন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এর পর রাশিয়া ও চিনকে তিরস্কার করেন রাষ্ট্রসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত। এক বিবৃতিতে ইজরায়েল বলেছে,  "যদি আপনার দেশে এইভাবে আক্রমণ করা হত, তাহলে আপনি আরও বেশি শক্তি দিয়ে জবাব দিতেন," ।

Advertisment

ইজরায়েলি রাষ্ট্রদূত বলেন, “আমরা ইজরায়েলে হামাসের নির্মম আক্রমণের হাত থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে এবং আমাদের টিকে থাকার জন্য লড়াই করছি। যদি আপনার দেশে এই ধরনের গণহত্যার ঘটনা ঘটত, আমি নিশ্চিত আপনি ইজরায়েলের থেকেও বেশি শক্তি নিয়ে বিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন”।

"...মনে কোন সন্দেহ থাকা উচিত নয়”

ইজরায়েল যোগ করেছে,“তারা অত্যন্ত অমানবিক কাজ করেছে। "আপনার মনে কোন সন্দেহ থাকা উচিত নয় যে এই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া উচিত,"।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র পেশ করা একটি প্রস্তাবে প্যালেস্তানি জঙ্গি সংগঠন হামাসের ইজরায়েল হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলারও দাবি জানিয়েছে। ১০টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে। তবে সংযুক্ত আরব আমিরশাহী, রাশিয়া ও চিন মার্কিন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

Israel-Palestine clash
Advertisment