দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণের পর কেটে গিয়েছে ৭২ ঘন্টা। এখনও অধরা প্রধান সন্দেহভাজন। সিসিটিভিতে ২ সন্দেহভাজনদের উপর নজর রাখছে তদন্তকারী সংস্থা। দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ গোটা এলাকায় তল্লাশি চালিয়েছে। এ ছাড়া পৃথ্বী রাজ রোড ও আবদুল কালাম রোড দিয়ে যাওয়া সব ট্যাক্সি ও অটো চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ইজরায়েলি দূতাবাসের পিছনে সন্দেহজনক বিস্ফোরণের তিন দিন পর এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তুঘলক রোড থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাও এই ঘটনার তদন্তে নেমেছে। বুধবার (২৭ ডিসেম্বর), NSG টিম, NIA অফিসার এবং স্পেশাল সেল টিম তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে, এনএসজি বোম স্কোয়াডের এক সিনিয়র কর্মকর্তারা বলেছেন যে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় একটি সিল করা রিপোর্ট দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ কারণে ফরেনসিক রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তারা। ন্যাশনাল সিকিউরিটি গ্রুপ (এনএসজি) এবং দিল্লি পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা বুধবার ঘটনাস্থল থেকে পাতা ও মাটির নমুনা সংগ্রহ করে।
এছাড়াও পৃথ্বী রাজ রোড এবং আব্দুল কালাম রোড দিয়ে যাতায়াতকারী সমস্ত ট্যাক্সি এবং অটো চালকদেরও পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুই সন্দেহভাজনকে চিহ্নিত। পাশাপাশি দুই অটো চালকের দেওয়া বর্ণনার ভিত্তিতে একটি স্কেচ তৈরি করছে পুলিশ।
এদিকে, বিদেশ মন্ত্রক (MEA) শুক্রবার বলেছে যে সংশ্লিষ্ট সংস্থা বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছে। এমইএ মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, "সংশ্লিষ্ট সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে... তাদের তদন্ত শেষ করতে দিন।"