New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/ie-loksabha-77.jpg)
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত করেছে। (রয়টার্স)
Israel strike on Gaza school: হামলায় কেউ হারিয়েছেন ঘর বাড়ি, কেউ'বা প্রিয়জনকে। সকলের ভয়ঙ্কর হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন একটি স্কুলে। বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া সেই স্কুলেই এবার ভয়ঙ্কর হামলা চালালো ইজরায়েল। মৃত্যু হল কমপক্ষে ১০০ জনের। হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। শনিবার ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।
Advertisment
গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে বলেছে, "ভোরের নামাজ পড়ার সময় বাস্তুচ্যুত লোকদের লক্ষ্য করে বর্বোরোচিত হামলা চালায় ইজরায়েল। যার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।" ইজরায়েলি সেনাবাহিনী বলেছে সেদেশের বিমানবাহিনী হামাসের "কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে" আঘাত হেনেছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে গাজা।