ইজরায়েল হামাস যুদ্ধ: 'গাজার হাসপাতালে বিমান হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য', বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠল রাষ্ট্রসংঘ।
ইজরায়েল হামাস যুদ্ধের মাঝেই গাজার হাসপাতালে বিমান হামলায় ৫০০ জনেরও বেশি নিহত হয়েছেন। প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাস এই মর্মান্তিক বিমান হামলার জন্য ইজরাইলকে সরাসরি অভিযুক্ত করেছে। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান।
গাজার হাসপাতালে বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাস এই হামলার জন্য ইজরায়েলের দিকেই আঙুল তুলেছে। যদিও ইজরায়েল অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘ।
রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান বলেছেন, গাজা উপত্যকার প্রতিটি হাসপাতালে প্রাণঘাতী হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, যারা এই হামলা চালিয়েছে তাকে এর জবাব দিতে হবে।
গাজা শহরের আল-আহলি হাসপাতালে একটি বড় বিমান হামলার ঘটনা ঘটেছে। যাতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অনেকে। জানিয়ে রাখি, হামলায় নিহত ও আহতরা হাসপাতালে আশ্রয় নিয়েছেন।
একই সময়ে, প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বাস্তুচ্যুত অসহায় শ’য়ে শ’য়ে মানুষ ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছেন। তবে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলা চালিয়েছে।