Advertisment

বাতাসে ঝলসানো মৃতদেহের গন্ধ, নিষ্পাপ শিশুদের শিরচ্ছেদ, হামাসের বর্বরতায় গর্জে উঠলেন বাইডেন  

আমেরিকা তার নাগরিকদের জন্য এক ভ্রমন নির্দেশিকা জারি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel-Hamas war: 'Have confirmed pictures of terrorists beheading children', claims Biden

আমেরিকা তার নাগরিকদের জন্য এক ভ্রমন নির্দেশিকা জারি করেছে।

আমেরিকা ইরানকে সতর্ক করেছে, ইহুদিদের জন্য ভয়ঙ্কর দিন বলে মন্তব্য বাইডেনের। গত পাঁচ দিন ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে জঙ্গি সংগঠন হামাসকে সাহায্য করার অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সতর্ক করেছেন। বাইডেন বলেছেন যে আমেরিকা ইজরায়েলকে যে কোন ধরণের সাহায্যের জন্য প্রস্তুত। ইতিমধ্যে যুদ্ধ কবলিত এলাকায় আমেরিকান যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করে ইরানকে সতর্ক করেছে আমেরিকা।  

Advertisment

বুধবার হোয়াইট হাউসে ইহুদি নেতাদের গোলটেবিল বৈঠকে প্রেসিডেন্ট বিডেন এ মন্তব্য করেন। বাইডেন বলেছেন যে তিনি বুধবার সকালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে  আবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি জোর দিয়েছিলেন যে ইজরায়েলকে তার নাগরিকদের রক্ষা করতে যে কোন ধরণের পদক্ষেপ নিতে হবে। প্রেসিডেন্ট বিডেন হামাসের হামলাকে অত্যন্ত নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে ইহুদি গণহত্যার পর এটি ইহুদিদের জন্য সবচেয়ে মারাত্মক দিন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার বলেছেন যে ইরান এই হামলায় জড়িত কারণ তারা কয়েক দশক ধরে হামাসকে সমর্থন করে আসছে। যুদ্ধ আবহে আমেরিকা তার নাগরিকদের জন্য এক ভ্রমন নির্দেশিকা জারি করেছেযাতে বর্তমান পরিস্থিতিতে ইজরায়েলে যেতে নিষেধ করা হয়েছে মার্কিন নাগরিকদের

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের মধ্যেই গোলাবারুদ ও অস্ত্র বোঝাই একটি আমেরিকান যুদ্ধ বিমান ইতিমধ্যেই ইজরায়েলে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়ার কিছু সময়ের মধ্যেই যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, বিমানটিতে রয়েছে উন্নত ও আধুনিক অস্ত্রসম্ভার।  তবে ইজরায়েলের কাছে কোন ধরণের অস্ত্র পাঠিয়েছে তা আমেরিকা এখনও জানায়নি। তবে আইডিএফ বলেছে আমাদের বাহিনীর মধ্যে সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একটি অংশ।

Israel-Palestine clash
Advertisment