Advertisment

বাইডেনের বিরুদ্ধে আরব দেশগুলির বিক্ষোভ, গাজায় ৫০০ মানুষের মৃত্যুর পর বৈঠক বাতিলের সিদ্ধান্ত  

এর আগে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel,Israel Hamas War Live,Palestine,World News In HIndi, Israel, Israel Hamas War, Palestine, Israel, Israel Hamas War, Palestine, Gaza based Hamas, Palestinian state, Israeli Gaza on Gaza, Palestine State Route, Israel, Israel Hamas War, Palestine, Israel Hamas War Conflict, Israel Hamas War Status , Israel Hamas War Status, Israel Hamas War,,

বাইডেনে বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

ইসজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যুদ্ধ আজ ১২ দিনে পদার্পণ করেছে। ইতিমধ্যে যুদ্ধে উভয় দেশেই মৃত্যুমিছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪০০ ইজরায়েলি যুদ্ধে নিহত এবং ৪৩৯৯ জন যুদ্ধে আহত হয়েছেন। গাজায় হাসপাতালে বিমান হামলার প্যালেস্তাইনে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। গাজা উপত্যকায় মোট ৩৫০০ মানুষের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা প্রায় ১২ হাজার। হামাস দাবি করেছে যে ইজরায়েলি সেনাবাহিনী গতকাল রাত সাড়ে দশটা নাগাদ আল আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, যাতে মৃত্যু হয়েছে ৫০০ জনের।

Advertisment

এদিকে, ইসজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলার পিছনে যে ইসলামিক জিহাদ ছিল তা প্রমাণে আইডিএফ ভিডিও ফুটেজ প্রকাশ করবে। পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সারা বিশ্বের জানা উচিত যে গাজার হাসপাতালে হামলা আইডিএফ নয়, সন্ত্রাসবাদীরা করেছে।

ইজরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের ওপর বিশ্বের অনেক দেশই কড়া নজর রাখছে। আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিধর দেশ যে কোন উপায়ে যুদ্ধ বন্ধে আগ্রহী। এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ইজরায়েলে সফরে গিয়েছেন। যেখানে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন। এর আগে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

যুদ্ধ শুরুর পর থেকে হামাস জঙ্গি ঘাঁটি নির্মূল করতে গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে ইজরাইল। এই সময়ের মধ্যে হামাসের অনেক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে। ইজরায়েল গতকাল একটি বিমান হামলায় হামাসের সবচেয়ে হাই প্রোফাইল কমাণ্ডার আয়মান নোফাল ওরফে আবু মহম্মদকে হত্যা করেছে। এদিকে, ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচ্ট মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ইজরায়েলি সেনারা যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে তা গাজায় প্রত্যাশিত স্থল হামলার থেকে ভিন্ন।

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় প্রায় ১১৫টি চিকিৎসা কেন্দ্রে গুঁড়িয়ে গিয়েছে। অবিরাম বোমা হামলায় অনেক চিকিৎসাকর্মীও নিহত হয়েছেন বলেও খবর। এদিকে গাজা হাসপাতালে বোমা হামলার ঘটনা বিডেনের বিরুদ্ধে আরব দেশগুলির বিক্ষোভ বাড়তে শুরু করেছে। ৫০০ মানুষের মৃত্যুর পর বৈঠক বাতিল করেছে জর্ডান

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল-গাজা যুদ্ধে অবিলম্বে মানবিক সংকট মোকাবিলায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। চিনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতিতে ভাষণ দিতে গিয়ে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে কী ঘটছে তাতে আমাদের মনোযোগ দিতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবৃতি
বুধবার গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি X (আগের টুইটার) এ লিখেছেন যে গাজার আল আহলি আরব হাসপাতালে শতাধিক নিরীহ মানুষের মৃত্যুতে আমি আতঙ্কিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। যুদ্ধে আন্তর্জাতিক আইন যাতে কোন ভাবেই লঙ্ঘিত না হয় তার জন্য আমাদের একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে কী ঘটেছে এবং এর জন্য জবাবদিহি করতে হবে।

নিহত ইজরায়েলি সেনার সংখ্যা
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নিহত আরও দুই সেনাকে শনাক্ত করেছে ইজরায়েলি সেনাবাহিনী। এর পরে, মোট ইজরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ হয়েছে।

গাজা উপত্যকায় মৃতের সংখ্যা
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক হামলায় ৩,২০০ মানুষ নিহত এবং প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছেন।

আইডিএফ আল-মাওয়াসি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে
আইডিএফ গাজার বাসিন্দাদের আল-মাওয়াসি এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী গাজার শরণার্থী শিবিরের ভিতরে অবস্থিত একটি বেকারিতে বিমান হামলা চালিয়েছে, যাতে দুই প্যালেস্তানি নাগরিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Israel-Palestine clash Biden
Advertisment