Advertisment

'বর্বরতার জবাব ইজরায়েল দিচ্ছে নিষ্ঠুরতার সঙ্গে’, যুদ্ধ সমাধানে ত্রাতা রাশিয়াই, দাবি পুতিনের

সাধারণ মানুষের অধিকাংশ হামাসকে সমর্থন করে না, তাদের ওপর আক্রমণ অগ্রহণযোগ্য পুতিনের কড়া মন্তব্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel Hamas War, RUSSIA, Gaza Attack, Vladimir Putin, Israel Gaza Attack Live, Israel Gaza Attack, Al-Aqsa Flood, Hamas Operation Al-Aqsa Flood, Israel Palestine War, Israel Palestine War Live, Gaza Attack, World News,

'বর্বরতার জবাব ইজরায়েল দিচ্ছে নিষ্ঠুরতার সঙ্গে’, যুদ্ধ সমাধানে ত্রাতা রাশিয়াই, দাবি পুতিনের

গাজা উপত্যকায় ভয়ঙ্কর বিমান হামলা চালাচ্ছে ইজরায়েলের। এই হামলায় নিহত হয়েছেন হামাস জঙ্গি গোষ্ঠীর বিমান বাহিনীর প্রধান। এমনটাই দাবি  ইজরালের সামরিক বাহিনীর।  গত আটদিন ধরে টানা চলছে যুদ্ধ। আকাশ-বাতাস বারুদের গন্ধে ভরে উঠেছে। হামাসের হামলার পালটা যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। তারা উত্তর গাজায় ভয়ানক হামলার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিমান হামলা।

Advertisment

‘ইজরাইল বর্বরতার নির্মম জবাব দিচ্ছে, যুদ্ধের সমাধান করতে পারে রাশিয়াই’, এবার এমনই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গাজায় ইজরায়েলের হামলা প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে এটা অগ্রহণযোগ্য। গাজায় ২০ লাখের বেশি প্যলেস্তাইন নাগরিক বসবাস করেন।  তাদের মধ্যে সিংহভাগ মানুষই হামাসকে সমর্থন করে না”।

ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে আবারও বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, “হামাস ইজরায়েলের ওপর নৃশংস হামলা চালিয়েছে কিন্তু এখন ইজরায়েল যে হামলা চালাচ্ছে তাও নৃশংস”।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দেশের বাইরে গেছেন রুশ প্রেসিডেন্ট। কিরগিজস্তানের রাজধানীতে তিনি সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে রাশিয়া সচেতন। গাজা এলাকা অবরুদ্ধ করেছে ইজরাইল।  ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে সে দেশ।

'গাজার সব মানুষ হামাসকে সমর্থন করে না'

পুতিন বলেন, "ইজরায়েল অত্যন্ত নিষ্ঠুর পন্থায় জবাব দিচ্ছে।" "আমেরিকাতে গাজায় হামলার বিষয়ে আলোচনা চলছে, গাজা অবরুদ্ধের বিষয়ে সেখানে আলোচনা করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "আমার দৃষ্টিকোণ থেকে এটা অগ্রহণযোগ্য। সেখানে (গাজা) ২০ লাখের বেশি মানুষ বসবাস করে। এই সব মানুশের সিংহভাগ হামাসকে সমর্থন করে না,  বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। মহিলা- শিশু কাউকে রেয়াত করা হচ্ছে না”।

রাশিয়া বিষয়টি সমাধানে সাহায্য করতে পারে

গাজা এলাকায় নিরীহ মানুষের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, স্পষ্টতই এটা কারুর পক্ষে মেনে নেওয়া সহজ নয়। ইজরায়েল-গাজার সাম্প্রতিক সঙ্কট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। তিনি আরও বলেন যে রাশিয়া এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।  কারণ রাশিয়ার সঙ্গে উভয় দেশেরই সুসম্পর্ক রয়েছে।

এর আগে, তিনি বলেছিলেন যে গাজায় ইজরায়েলি হামলার ফলে সাধারণ মানুষের মৃত্যু "একদমই গ্রহণযোগ্য" হবে না। রাশিয়া ও ইজরায়েলের মধ্যে সম্পর্ক ঐতিহ্যগতভাবে শক্তিশালী ছিল, কিন্তু পুতিনের ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার বলেছে যে তারা গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাস জঙ্গি সংগঠনের এক সিনিয়ার সদস্যকে হত্যা করেছে।  বিমান হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান আবু মুরাদ নিহত হয়েছেন। এই স্ট্রাইকটি হামাস জঙ্গি সদর দফতরকে লক্ষ্য করে করা হয়।  যেখান থেকে হামাস তাদের বিমান হামলার টার্গেট ফিক্স করত।  

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাতে হামাস শনিবার ইসজরায়েলের ওপর রকেট হামলা চালায়।  তারপর থেকে, এই হামলায় ইজরায়েলে ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।  পাল্টা বিমান হামলায় গাজায় ১৫৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় ১৫০০ জঙ্গি হামাস নিহত হয়েছে।

Israel-Palestine clash Putin
Advertisment