Advertisment

Israel-Hezbollah Conflict: ইজরায়েল-হিজবুল্লাহর মধ্যে শুরু ভয়াবহ যুদ্ধ, ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা, ১০০ যুদ্ধ বিমানের তাণ্ডব

ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু। ৪৮ ঘণ্টার জরুরি অবস্থার ঘোষণা। ১০০ ইজরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডব। লেবাননে চরম বিশৃঙ্খলা। দু দেশের মধ্যে চলছে তুমুল যুদ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel-Hezbollah Conflict Live Updates: Hezbollah listed 11 bases, barracks, and military positions it said it targeted in northern Israel and the Israeli-annexed Golan Heights and added that all the exploding drones hit their targets. (Reuters)

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষের লাইভ আপডেট: হিজবুল্লাহ 11টি ঘাঁটি, ব্যারাক এবং সামরিক অবস্থান তালিকাভুক্ত করেছে যে এটি উত্তর ইস্রায়েল এবং ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমিতে লক্ষ্যবস্তু করেছে এবং যোগ করেছে যে সমস্ত বিস্ফোরক ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। (রয়টার্স)

Israel-Hezbollah Conflict: ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু। ৪৮ ঘণ্টার জরুরি অবস্থার ঘোষণা। ১০০ ইজরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডব। লেবাননে চরম বিশৃঙ্খলা। দুদেশের মধ্যে চলছে তুমুল যুদ্ধ।

Advertisment

রবিবার (২৫ আগস্ট) সকালে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়েলের ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩২০টির বেশি রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। এরপরই দু' দেশের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনাকর পরিস্থিতি। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সব কটি রকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছে । এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও তথ্য সামনে আসে না। তবে মিডিয়া রিপোর্ট অনুসারে আজকের এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইজরায়েলের ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইজরায়েলের পক্ষ থেকেও একটি বিবৃতি সামনে এসেছে। আইডিএফের এক মুখপাত্র বলেছেন ১০০ টিরও বেশি ইজরায়েলি যুদ্ধবিমান আসরে নামানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

< Mehbooba Mufti: শর্ত সাপেক্ষে জোটকে সমর্থন! নির্বাচনের আগে কংগ্রেসকে চাপে রাখলেন মুফতি >

যুদ্ধকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইজরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার জন্য সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পরই জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের দেশকে রক্ষা করতে এবং উত্তরাঞ্চলে বসবাসকারী জনগণকে নিরাপদে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি হিজবুল্লাহকে সতর্ক করে তিনি বলেন, 'আমাদের ক্ষতি করবে, আমরা তার উপযুক্ত জবাব দেব'।

একদিকে ইজরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা শুরু করেছে, অন্যদিকে হিজবুল্লাহ বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে যে তারা জুলাই মাসে বৈরুতে ইজরায়েলি বাহিনীর হাতে তাদের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছে।

Iran Israel
Advertisment