শনিবার (২৮ অক্টোবর) রাতে গাজা উপত্যকায় ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে ইজরাইল। গাজায় ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। প্রায় ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রাতের পর থেকে গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলায় হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলেই দাবি হামাসের।
ইজরায়েল-হামাস যুদ্ধে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় বসবাসকারী প্যালেস্তাইনি নাগরিকরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ৭,৭০৩ জন নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। গাজায় মৃতদের মধ্যে ৫০ শতাংশই শিশু। ইজরায়েলের বিমান হামলায় প্রায় ৩,৫৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। প্রায় ২০ হাজার মানুষ আহত হয়েছেন। হামাস হামলার পর থেকে ইজরায়েলে এখন পর্যন্ত ১৪০৫ জনের মৃত্যু হয়েছে। ৫৪৩১ জন আহত হয়েছেন।
একদিকে ইসরায়েল বিমান হামলা বাড়াচ্ছে, অন্যদিকে যুদ্ধের দ্বিতীয় পর্বে গাজায় অনুপ্রবেশ শুরু করেছে ইজরায়েলি সেনা। ইজরায়েলের সঙ্গে হামলায় একাধিক হামাস কমান্ডার নিহত হয়েছেন। ইজরায়েলি হামলায় হামাসের এয়ার ইউনিটের কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইডিএফ। ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে ইজরাইল তুরস্ক থেকে তাদের কূটনৈতিকদের ফিরিয়ে নিয়েছে। গত এক সপ্তাহ ধরে গাজায় বিদ্যুৎপরিষেবা সম্পুর্ণ ভাবে বন্ধ। ইজরাইল-হামাস যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দ্বারা ব্যবহৃত স্থাপনাগুলোকে লক্ষ্য করে পূর্ব সিরিয়ায় ফাইটার জেট হামলার নির্দেশ দিয়েছেন। এরপর ইরান ২০০টি হেলিকপ্টার নিয়ে যুদ্ধ মহড়াও চালায়।
ইজরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা গাজায় একটি ব্যাপক স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এদিকে, বিমান হামলা ছাড়াও ইজরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল অভিযানও চালিয়েছে। হামাস গাজা উপত্যকায় যে ভূগর্ভস্থ টানেল তৈরি করেছে তার কী হবে? ভিডিও শেয়ার করেছে ইজরাইল। গাজায় হামাসের তৈরি টানেলের ভিডিও শেয়ার করেছে ইসরাইল।
হামাস ও ইজরায়েলের মধ্যে গত ২২ দিন ধরে যুদ্ধ চলছে। ৭ অক্টোবর হামাস গাজা উপত্যকায় রকেট হামলা চালায়, এরপর যুদ্ধ শুরু হয়। গত কয়েকদিন ধরে গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইজরাইল। এ হামলায় এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরাইল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। এদিকে গাজায় হামাসের তৈরি টানেলের ভিডিও শেয়ার করেছে ইজরাইল। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীও বলেছে, হামাসকে ধ্বংস করতে হলে গাজার ভূগর্ভস্থ টানেল ধ্বংস করতে হবে।
ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে, জর্ডান আমেরিকাকে নিরাপত্তায় সাহায্য করার দাবি জানিয়েছে। জর্ডান তার সীমান্তে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার জন্য আমেরিকার কাছে আবেদন করেছে। জর্ডান এই যুদ্ধ থেকে দূরত্ব বজায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'গাজায় মিশরের চলমান মানবিক সহায়তার প্রশংসা করতে আমি প্রেসিডেন্ট আল সিসির সঙ্গেও কথা বলেছি। আমরা একসঙ্গে কাজ নিয়ে আলোচনা করেছি। গাজার জনগণ যেন মিশর বা অন্য কোন দেশে বাস্তুচ্যুত না হয় সে বিষয়েও আমরা কথা বলেছি'।
আইডিএফ চিফ অফ স্টাফ বলেছেন যে বাহিনী এখন একদিকেই মনোনিবেশ করছে এবং তা হল জয়। আমাদের লক্ষ্য হামাসকে নির্মূল করা। লক্ষ্য হল যতটা সম্ভব শত্রু কমান্ডারকে হত্যা করা, যতটা সম্ভব যোদ্ধাকে হত্যা করা এবং পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা। আইডিএফ বলেছে, "হামাস গাজা শহরের নিচে একটি ভূগর্ভস্থ শহর গড়ে তুলেছে। এটি একটি জটিল গোলকধাঁধা। হামাস সন্ত্রাসীরা গত কয়েক বছর ধরে এখানে বসবাস করছে।” আইডিএফ ভিডিওতে বলেছে, "হামাস গাজার মসজিদ, হাসপাতাল এবং লাখ লাখ মানুষকে তার সন্ত্রাসীদের রক্ষার জন্য ঢাল হিসেবে ব্যবহার করেছে।"