ইউএনজিএ-র বিশেষ অধিবেশনে ইসরাইল বলেছে- 'আমাদের লড়াই হামাসের সঙ্গে, প্যালেস্তাইনের সঙ্গে নয়'। চলছে ইজরায়েল হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। আজ এই যুদ্ধ ২১ দিনে প্রবেশ করেছে। এখনও পর্যন্ত যুদ্ধে ৮,৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে হামাসকে নির্মূল করতে ইজরায়েলি সেনাবাহিনী গাজায় প্রবেশ করেছে।
বৃহস্পতিবার ইজরায়েলি সেনাবাহিনী গাজার আড়াইশ’ স্থানে হামলা চালায়। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, ইজরায়েলি হামলায় গাজায় ৫০ বন্দি নিহত হয়েছেন। ইজরায়েলে হামাস হামলার সময় প্রায় ২২৪ জনকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে আসে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে ইজরায়েলের বিমান হামলায় গাজায় এখনও পর্যন্ত ৭০০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। টাইমস অব ইজরাইল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইজরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার ৪৮টি স্থানে বিমান হামলা চালিয়ে ৪৮১ জনকে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ১৬০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৯০০ শিশুও রয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ তিন সপ্তাহে প্রবেশ করেছে। এদিকে উভয় পক্ষের হামলায় এ পর্যন্ত প্রায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের হামলায় ১৪০০ জনের বেশি ইজরায়েলি নাগরিক নিহত হলেও ইজরায়েলি সেনাবাহিনীর পাল্টা আক্রমণে গাজা উপত্যকায় সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে যুদ্ধে গাজার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করেছে। জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ হাসপাতালেও সঠিক চিকিৎসা পাচ্ছেন না। অবস্থা এমন যে, চিকিৎসকরা শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রেই রোগীদের ভর্তি করতে পারছেন।
আরও পড়ুন: < ‘বিস্ময়কর সিদ্ধান্ত’! প্রাক্তন ৮ নৌসেনার মৃত্যুদণ্ডের ঘটনায় গর্জে উঠল বিদেশমন্ত্রক >
ইজরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ২৭ সাংবাদিক নিহত হয়েছেন
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েল-হামাস সংঘর্ষে এ পর্যন্ত ২৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ২২ জন প্যালেস্তাইনি , চারজন ইসরায়েলি এবং একজন লেবানিজ সাংবাদিক রয়েছেন। সিপিজে জানিয়েছে, আট সাংবাদিক আহত হয়েছেন এবং আরও নয়জনকে নিখোঁজ বা আটক করা হয়েছে।
তিন হামাস কর্মী নিহত হয়েছেন
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান হামলায় তিন হামাস কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, তিনজনই ৭ অক্টোবর ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলায় মূল ভূমিকা পালন করেছিল।
হামাস প্রতিনিধিদলকে আতিথ্য দেওয়ার জন্য রাশিয়া নিন্দা করেছে
হামাস প্রতিনিধিদলকে আতিথ্য দেওয়ায় রাশিয়ার নিন্দা করেছে ইজরাইল। রাশিয়া সফররত হামাসের প্রতিনিধিদের দেশ থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়েছে। ইজরায়েল হামাসকে আইএসআইএসের চেয়েও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বর্ণনা করেছে।
বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধিদল মস্কো সফর করেছে, যাদের মধ্যে রাশিয়ান নাগরিকও রয়েছে। একই সময়ে, রাশিয়া বর্তমান যুদ্ধের জন্য আমেরিকান কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইজরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সংকট সমাধানের জন্য রাশিয়া সব প্রধান অংশীদার ইজরাইল, হামাস, প্যালেস্তাইন কর্তৃপক্ষ এবং ইরানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে।
ইউএনজিএ-তে ইজরায়েল বলেছে- আমাদের লড়াই হামাসের সঙ্গে, প্যালেস্তাইনিদের সঙ্গে নয়
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) জরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, আমরা হামাসের সঙ্গে যুদ্ধ করছি, আমাদের লড়াই প্যালেস্তাইনিদের সঙ্গে নয়। তিনি বলেন, সন্ত্রাসবাদী সংগঠন হামাস প্যালেস্তাইনি জনগণ, শান্তি বা আলোচনার কথা চিন্তা করে না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এরদান দক্ষিণ ইজরায়েলে হামাস সন্ত্রাসবাদীদের বর্বরতা ও নিষ্ঠুরতার কথা উল্লেখ করে বলেন, প্যালেস্তাইনের সঙ্গে এই 'গণহত্যার' কোনো সম্পর্ক নেই। ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, ৭ অক্টোবরের গণহত্যা এবং এরপর যা কিছু ঘটেছে তার সঙ্গে প্যালেস্তাইনের কোন সম্পর্ক নেই।
হামাসের বড় বিবৃতি, ইজরায়েলি হামলায় নিহত ৫০ বন্দি
ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ক্রমাগত হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, ইজরায়েলি হামলায় গাজায় নিহত বন্দীর আনুমানিক সংখ্যা প্রায় ৫০।
আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের
ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে হুঁশিয়ারির সুরে বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ না হলে আমেরিকাও এই আগুন থেকে বাঁচতে পারবে না। গাজায় গণহত্যার জন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ি করেছে। তিনি বলেন, আমি আমেরিকাকে স্পষ্টভাবে বলছি যে আমরা এই অঞ্চলে যুদ্ধের বিস্তার চাই না। কিন্তু, গাজায় গণহত্যা চলতে থাকলে তারাও এই আগুন থেকে বাঁচতে পারবে না
আরব দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা করেছে
সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডান, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, মিশর এবং মরক্কো বৃহস্পতিবার গাজায় সাধারণ নাগরিকদের টার্গেট করা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের নিন্দা করেছে। আরব দেশগুলির বিদেশমন্ত্রীরা বলেছেন, ইজরায়েলের আত্মরক্ষার অধিকারের নামে যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তা নিন্দনীয়।
আরও সামরিক সাহায্য আমেরিকার
ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানিয়েছেন, ৯০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। "ইজরাইল-হামাস যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করার পর প্রায় ৯০০ সেনা মোতায়েন করা হয়েছে," বলেছেন প্যাট রাইডার। এই তথ্য দেওয়ার সময় রাইডার মার্কিন সেনা মোতায়েনের সঠিক অবস্থান প্রকাশ করেননি। যাই হোক, এটাও উল্লেখ করা হয়েছে যে এই সৈন্যদের উদ্দেশ্য ইজরায়েলের দিকে অগ্রসর হওয়া নয় বরং প্রতিরোধমূলক কাজ করা। তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা বাড়াতে ইজরায়েলকে দুটি আমেরিকান আয়রন ডোম সিস্টেম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আমেরিকা সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক পদক্ষেপ বলেই উল্লখ
আমেরিকা সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে সেনাবাহিনী এই অভিযান চালায়। সেনাবাহিনী দাবি করেছে যে ১৭ অক্টোবর থেকে সিরিয়া ও ইরাকে আমাদের অবস্থানগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে. অস্টিন মার্কিন সামরিক হামলার বিষয়ে বিবৃতি জারি করেছে। তিনি বলেন, আজ মার্কিন সামরিক বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) এবং পূর্ব সিরিয়ার সহযোগী গোষ্ঠীর দুটি লক্ষ্যবস্তুতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। পরিকল্পিতভাবে আমাদের টার্গেট করা হচ্ছিল। আমরা প্রতিক্রিয়া হিসাবে বিমান হামলা চালিয়েছি।