Advertisment

গাজার হাসপাতালে মৃত্যু, শিশুদের সরিয়ে নিয়ে সম্মত ইজরায়েল

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সাধারণ নাগরিকদের যে কোন প্রকার ক্ষতির জন্য হামাস দায়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
israel, israel news, israel hamas war, israel attack gaza, gaza bombing, gaza hospitals, al shifa hospital gaza, hamas, hamas war, benjamin netanuyahu, israel war news, israel products, boycott israel, hezbollah,",

এক মাসেরও বেশি সময় ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে, গাজার সবচেয়ে বড় হাসপাতালের কাছে ইজরায়েলি সেনা ও হামাস জঙ্গিদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ । জ্বালানি সংকটের কারণে হাসপাতালে শিশুসহ পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জঙ্গিরা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গাজায় সাধারণ মানুষের মৃত্যুর জন্য হামাস দায়ী।

Advertisment

জ্বালানি সংকট, নেই বিদ্যুৎ, আইসিইউতে ভর্তি থাকা রোগীরা কার্যত বিনা চিকিৎসকায় প্রাণ হারাচ্ছেন। গাজার হাসপাতাল ‘অন্ধকার’। এখন পর্যন্ত ৫ জন রোগীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আব্বাস টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে বলেছেন, শিফা হাসপাতালে এখনও ১৫০০ রোগীর পাশাপাশি ১৫০০০-২০০০০ মানুষ আশ্রয় নিচ্ছেন। আল-শিফা সহ গাজার হাসপাতালগুলির কাছে ভয়ঙ্কর লড়াই অব্যাহত রয়েছে। এর মাঝেই হাসপাতালগুলি  থেকে শিশুদের সরিয়ে নিতে প্রস্তুত ইজরায়েল

এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সাধারণ নাগরিকদের যে কোন ক্ষতির জন্য হামাস দায়ি। তিনি দীর্ঘদিনের অভিযোগ  পুনর্ব্যক্ত করে বলেছেন,  গাজার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। তিনি বলেন, ইজরায়েল সাধারণ নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং আরও যোগ করেছে যে, "হামাস  তাদের সেই এলাকা ছেড়ে যাওয়া ঠেকাতে সম্ভাব্য সবকিছু করছে।"

ইজরায়েলি সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান

সম্প্রতি ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাস জঙ্গিরা সাধারণ মানুষকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। তবে শিফা হাসপাতালের চিকিৎসা কর্মীরা ইজরায়েলের দাবি অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন,  ইজ রায়েল নির্বিচারে গুলি চালাচ্ছে। সাধারণ মানুষদেরও রেয়াত করা হচ্ছে না।  

উত্তর গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, হামাস এখন উত্তর গাজা  উপত্যকার নিয়ন্ত্রণ হারিয়েছে। হামাস জঙ্গিদের এখন উত্তর গাজায় লুকানোর মত জায়গাও অবশিষ্ট নেই।  ইজরায়েল আরও বলেছে সেনাবাহিনী স্থল ও আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে জয়ের জন্য লড়াই চালিয়ে যাব।

হাসপাতালে হামলা প্রত্যাখ্যান করেছে ইসরাইল

শিফা হাসপাতালের তরফে আবু সেলমিয়া জানান, হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে । চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ভর্তি থাকা রোগীরা। ইজরায়েলি সেনারা সাহায্য প্রদানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা সাধারণ মানুষকে হত্যা করছে। ইজরায়েলি সেনাবাহিনীর তরফে হাসপাতালের বাইরে লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করা হলেও শিফা হাসপাতাল ইচ্ছাকৃতভাবে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

১৫০ জন হামাস জঙ্গিকে হত্যা

শনিবার ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে তারা ১৫০ জন হামাস জঙ্গিকে হত্যা করেছে। উত্তর গাজার হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অনেক এলাকাও দখল করেছে। আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গাজায় বসবাসকারী সাধারণ মানুষের সমস্যা ক্রমাগত বাড়ছে। হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় মানুষ আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন।

Hamas Israel-Palestine clash
Advertisment