Advertisment

জয় পাওয়া না পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইজরায়েলের, মৃত্যু ছাড়াল ৫ হাজার

হামাস-ইজরাইল রক্তক্ষয়ী যুদ্ধের আজ ১৫ দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel Hamas war, Israel Hamas war latest developments, Israel Hamas war top developments, Israel Hamas war latest news, Israel Hamas war total death toll, Israel Hamas war news today, Hamas terrorists, Israel Gaza conflict, Palestinians, Benjamin Netanyahu, Joe Biden,",

হামাস-ইজরাইল রক্তক্ষয়ী যুদ্ধের আজ ১৫ দিন।

হামাস-ইজরাইল রক্তক্ষয়ী যুদ্ধের আজ ১৫ দিন। টানা ১৫ দিনের ভয়ঙ্কর যুদ্ধে এখন পর্যন্ত ৫৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। অন্যদিকে, গাজা উপত্যকায় ইজরায়েলের বোমা হামলায় ৪,১৩৭ জনের বেশি নিহত হয়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর সকালে ইজরায়েলে অতর্কিত হামলা চালায় প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাস। এরপর পালটা যুদ্ধের ডাক দেয় ইজরায়েলও।

Advertisment

জয় পাওয়া না পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইজরায়েলের

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া কথা জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশর থেকে  গাজায় মানবিক সহায়তা চালু করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বাইডেন শুক্রবার বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে ত্রাণ সামগ্রী নিয়ে ট্রাকগুলি আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে গাজায় পৌঁছে যাবে।

হামাসের হাত থেকে মুক্তির পর মা মেয়ে ইকজরায়েলে পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন

জুডিথ তাই রানান, ৫৯, এবং তার মেয়ে নাটালি, ১৮, হামাস জঙ্গি গোষ্ঠীর হাত থেকে মুক্তি পাওয়ার পর ইজরায়েলে তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফোনে তাদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গত ৭ অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি ছিলেন ২ মার্কিন মহিলা

হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছেন ইজরায়েল।  রাষ্ট্রসংঘ জানিয়েছে গাজায় ১ লক্ষ ৪০ হাজার বা এক-তৃতীয়াংশ ঘরবাড়ি ইজরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

অন্যান্য বন্দিদের মুক্তির জন্য আমেরিকা তৎপর: ব্লিঙ্কেন

মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন,মার্কিন প্রশাসন হামাস জঙ্গিদের হাতে বন্দিদের মুক্তির জন্য প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মিনিট কাজ করে চলেছে।

বাইডেন যুদ্ধ না বাড়াতে পরামর্শ দিয়েছেন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং তার শীর্ষ সহযোগীরা হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের কোনো হামলা না করার জন্য ইজরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Israel-Palestine clash
Advertisment