ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) "বৃহত্তর শক্তি" দিয়ে হামাসের ওপর আক্রমণের প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে গাজা উপত্যকায় চলছে একের পর এক বিমান হামলা। পাশাপাশি আইডিএস স্থল হামলার চালানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে তাদের সব রকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন।
এদিকে ইজরায়েলের গাজা সীমান্তে বোমাবর্ষণ বন্ধ না হলে ‘সুদূরপ্রসারী পরিণতি’ হবে বলে সতর্ক করেছে ইরান। হামাস জঙ্গি এবং ইজরায়েলি সেনাবাহিনীর মধ্যে মধ্যে চলমান সংঘাতে গাজা উপত্যকার উভয় পক্ষের ৩৫০০ জনেরও বেশি নিহত হয়েছেন।
ইজরায়েলে হামাসের অপ্রত্যাশিত আক্রমণে ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গাজা উপত্যকায় বিমানহামলায় ২২০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আইডিএফ জানিয়েছে গাজায় হামাস কমান্ডারকে হত্যা করেছে ইজরায়েলি বিমানবাহিনী।
গাজায় হামাস কমান্ডার বিলাল আল-কেদরাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইজরায়েলি বিমানবাহিনী। গত রাতে তাকে হত্যা করা হয় বলেই জানানো হয়েছে ইজরায়েলি বিমানবাহিনীর তরফে । একই সঙ্গে শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে গত রাতে হামলা চালিয়েছে ইজরায়েলি বিমানবাহিনী।