Advertisment

বড় বিপর্যয় হামাসের, ইজরায়েলি আক্রমণে নিহত প্যালেস্তিনীয় জাতীয় বাহিনীর প্রধান

গত মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে হামলায় প্রায় ৫০০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যুর পরেও ইজরায়েলি সেনার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিরাম পড়েনি। সেই সঙ্গে চলছে সীমান্ত সংঘর্ষও।

author-image
IE Bangla Web Desk
New Update
Israeli air strike kills Jehad Mheisen head of Hamas-led national security forces , ইজরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জেহাদ মেইসেন নিহত

ঘোর বিপাকে হামাস।

ইজরায়েলের বিমান হামলায় গাজায় হামাসের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জেহাদ মেইসেন এবং তাঁর পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। হামাস মিডিয়াকে উদ্ধৃত করে এই খবর দিচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় কমপক্ষে ২০৩ জনকে পণবন্দি করা হয়েছে। উপরন্তু, সংঘাতে নিহত ১৪০০ ইজরায়েলিদের মধ্যে কমপক্ষে ৩০৬ জন সৈন্য রয়েছে। ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮,৮০০ ইজরায়েলি ও গাজার নাগরিক নিহত হয়েছে।

Advertisment

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্যালেস্তাইন-ইজরায়েল দ্বন্দ্ব মেটাতে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছেন। বৃহস্পতিবার সুনক ইজরায়েলে আছেন। এসবের মধ্যেই গাজায় ইজরায়েলি বিমান হামলা অব্যাহত। পরপর বিমান হামলার সাত শিশু নিহত হয়েছে। একদিন আগে গাজার একটি হাসপাতালে হামলায় শত শত নারী, শিশু ও সাধারণ নাগরিক নিহত হয়েছে, যা তামাম বিশ্বকে হতবাক করে দেয়।

গত মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে হামলায় প্রায় ৫০০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যুর পরেও ইজরায়েলি সেনার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিরাম পড়েনি। সেই সঙ্গে চলছে সীমান্ত সংঘর্ষও।

ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন ভারতের বন্ধুত্ব এবং কীভাবে সংঘাত এখন ইজরায়েলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে সে বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়, 'আমরা হামাসের হাতে ২০০-রও বেশি ইজরায়েলি পণবন্দির মুক্তির জন্য ভারতের যে কোনও সাহায্যকে স্বাগত জানাব।'

Hamas Israel-Palestine clash Israel Palestine Conflict
Advertisment