ইসজরায়েল-হামাস সংঘর্ষ ইতিমধ্যেই ২৫ দিন অতিক্রান্ত। দু’পক্ষের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। একই সঙ্গে হামাসকে নির্মূল করার আহ্বান জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় লাগাতার হামলা চালাচ্ছে। মঙ্গলবার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বোমা হামলায় জাবালিয়া শরণার্থী শিবির পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্যাম্পে হামলা চালিয়ে হামাস সন্ত্রাসবাদীদের হত্যা করেছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনাবাহিনী। তবে ইজরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস।
টাইমস অব ইজরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে যে তারা কিছুক্ষণ আগে গাজা উপত্যকায় একটি বিমান হামলায় হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করেছে। সেনাবাহিনী বলেছে যে হামলায় বিয়ারি এবং আরও বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে এবং ভূগর্ভস্থ একাধিক টানেল ধ্বংস হয়েছে, যার ফলে আশেপাশের অনেক ভবন ধসে পড়েছে।
অন্যদিকে প্যালেস্তাইনের তরফে দাবি করা হয়েছে হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আইডিএফ-এর মতে, ইব্রাহিম বিয়ারি ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলে হামলার অন্যতম চক্রী।
আইডিএফ বলছে, জাবালিয়ায় বিমান হামলা তাদের পরিকল্পনার অংশ। কারণ সেখানে হামাস জঙ্গি ঘাঁটি ছিল। আইডিএফের মতে, সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়ন এলাকার বেশ কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। আইডিএফ বলেছে যে এটি "এলাকার বাসিন্দাদের তাদের নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণে সরে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।"
গাজায় ইজরায়েলি সৈন্যরা হামাস জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। তারমধ্যেই মঙ্গলবার হামাসের ঠিকানায় বড় আঘাত হানল ইজরায়েল। মঙ্গলবার ভূগর্ভস্থ ঠিকানাগুলোতে ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফ হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি এককথায় আত্মহত্যা। তা হল, জঙ্গিপনার কাছে আত্মসমর্পণ। আইসিসের কাছে আত্মসমর্পণ। একইসঙ্গে নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েলের এই যুদ্ধ হামাসকে ধ্বংস করেই থামবে। সেই হামাসকে ধ্বংস, যারা গত ৭ অক্টোবর ইজরায়েলকে রক্তক্ষয়ী তাণ্ডব আর আগুনের গ্রাসে ফেলে দিয়েছিল।
ইজরায়েলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৮ লক্ষ প্যালেস্তিনীয় উত্তর গাজা ছেড়ে ইজরায়েল সেনার নির্দেশমতো দক্ষিণ গাজায় চলে গিয়েছেন। গাজার মোট বাসিন্দার সংখ্যা ২৩ লক্ষ। তার মধ্য়ে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাষ্ট্রসংঘ পরিচালিত স্কুল-আশ্রয় কেন্দ্র বা হাসপাতালে আশ্রয় নিয়েছেন। এই সবের মধ্যে ইজরায়েলের গোলায় উত্তর গাজার বেশ কয়েকটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠছে।