Advertisment

স্কুলে ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের, রাষ্ট্রসংঘের ৬ কর্মী সহ নিহত ৩৪

Israeli airstrike: সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গতকাল এবং বুধবার মধ্য গাজায় দুটি ইজরায়েলি বিমান হামলায় রাষ্ট্রসংঘের ছয়জন কর্মী এবং ১৯ জন মহিলা ও শিশু সহ কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
air strike

গাজার একটি স্কুলে আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল।

Israeli airstrikes in Gaza: স্কুলে ভয়াবহ বিমান হামলা। রাষ্ট্রসংঘের ৬ কর্মী সহ ৩৪ জন নিহত। প্রায় ১২,০০০ শরণার্থী তাদের জীবন বাঁচাতে এই স্কুলে আশ্রয় নিয়েছিল বলেই জানা গিয়েছে। আজ সেখানেই ভয়ঙ্কর এয়ার স্টাইক চালায় ইজরায়েল। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গতকাল এবং বুধবার মধ্য গাজায় দুটি ইজরায়েলি বিমান হামলায়  রাষ্ট্রসংঘের ছয়জন কর্মী এবং ১৯ জন মহিলা ও শিশু সহ কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে।  

Advertisment

গাজার একটি স্কুলে আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল। ইজরায়েলি সেনাবাহিনী স্কুল লক্ষ্য করে  একের পর এক বেশ বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েলের এই ভয়াবহ হামলায়  রাষ্ট্র সংঘের ৬ জন কর্মীসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এর ফল ইজরায়েলকে ভোগ করতে হবে। তাদের কর্মীদের উপর এই ধরণের হামলা কিছুতেই বরদাস্ত করা হবে না।

পুজোর আগে অফারের বন্যা, কবে থেকে শুরু Flipkart Big Billion Days সেল?

গাজায় হামাস চালিত অসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর নিশ্চিত করেছে যে ইজরায়েলি সেনাবাহিনী   নুসরাত ক্যাম্পের আল-জুনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে এই হামলায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জন। রিপোর্ট অনুসারে এই স্কুলে প্রাণ বাঁচাতে কমপক্ষে ১২ হাজারের বেশি প্যালেস্তাইনিরা আশ্রয় নিয়েছিল। 

অন্যদিকে, এই হামলার বিষয়ে ইজরায়েল বলেছে যে  তাদের সেনাবাহিনী এই স্কুলে লুকিয়ে থাকা হামাস সন্ত্রাসীদের উপর হামলা করেছে। হামাস জঙ্গিরা স্কুল ও হাসপাতালের মতো জায়গায় মানুষের আড়ালে লুকিয়ে রয়েছে। তাই তারা এই স্কুলে হামলা করেছে।

বিসর্জনের শোভাযাত্রায় ধেয়ে এল পাথর, চপ্পল! তুমুল সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনায় ধুন্ধুমার

 

Air Strike Hamas Israel-Palestine clash
Advertisment