Advertisment

বিরাট ভুল, ইজরায়েলি বাহিনীর হাতেই 'শহিদ' তিন বন্দি, শোকপ্রকাশ আইডিএফের

ঘটনাক্রমে তিন ইজরায়েলি বন্দিকে গুলি করে হত্যা করেছে আইডিএফ।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel Gaza War

ফিলিস্তিনিরা শুক্রবার রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে মৃতদেহ ও জীবিতদের সন্ধান করছে। (এপি ছবি)

গাজায় সংঘর্ষের সময় ইসজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিরাট ভুল করেছে। প্রাণের বিনিময়ের তার মাশুল গুণতে হয়েছে দেশেরই তিন বন্দিকে। ঘটনাক্রমে তিন ইজরায়েলি বন্দিকে গুলি করে হত্যা করেছে আইডিএফ। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইজরায়েলি নিরাপত্তা বাহিনী বন্দিদের ওপর ভুলবশত গুলি চালায়। হাগারি বলেন, আইডিএফ এই মর্মান্তিক ঘটনার দায় স্বীকার করেছে। এই এলাকাতেই সেনারা আত্মঘাতী বোমা হামলাকারী সহ বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার মুখোমুখি হয়েছিল।

Advertisment

ইজরায়েলি তিন বন্দির মধ্যে দুজনের নাম ইয়োতাম হাইম এবং সামার তালালকা। ৭ অক্টোবর, দক্ষিণ ইজরায়েলে হামলার দিন, হামাস জঙ্গিরা তাদের অপহরণ করেছিল। তবে নিহতের পরিবারের অনুরোধে তৃতীয় বন্দির পরিচয় প্রকাশ করেননি হাগারি।

কীভাবে তিন বন্দি হামাসের বন্দিদশা থেকে পালাতে সক্ষম হয়েছিল জানতে চাইলে হাগারি বলেন, সামরিক বাহিনী বিশ্বাস করে যে তিন বন্দি জঙ্গিদের বন্দিদশা থেকে পালাতে সক্ষম হয়েছে বা জঙ্গিরাই তাদের ছেড়ে দিয়েছিল। আইডিএফের একজন মুখপাত্র বলেছেন যে গুলি চালানোর পরে একটি স্ক্যান এবং পরীক্ষা মৃতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিক সন্দেহ জাগিয়ে তোলে এবং তাদের মৃতদেহ পরীক্ষা করার জন্য অবিলম্বে ইজরায়েলে আনা হয়, যেখানে বন্দিদের শনাক্ত করা হয়েছে। "এটি আমাদের সকলের জন্য একটি দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা এবং যা ঘটেছে তার জন্য IDF দায়ী," ।

Israel Palestinians
শুক্রবার খান ইউনিসের একটি মর্গের বাইরে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত স্বজনদের শোক প্রকাশ করছে প্যালেস্তাইনিরা।
Israel Palestinians
রাফাতে আবাসিক ভবনে ইজ্রায়েলি হামলার পর ধ্বংসচিত্র। (এপি ছবি)
Israel-Palestine clash
Advertisment