ইজরায়েল-হামাস সংঘর্ষের ১৭ দিন অতিক্রান্ত। যুদ্ধ থামার নামই নিচ্ছে না। যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান সমর্থিত লেবাননের চরমপন্থী সংগঠন হিজবুল্লাহকে আবারও হামাসকে সমর্থন করার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, হামাসের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হিজবুল্লাহকে। পাশাপাশি তিনি বলেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়াই হবে হিজবুল্লাহ’র এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভুল।
লেবাননের সশস্ত্র সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু উত্তর ইজরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কমান্ডো ব্রিগেড পরিদর্শন করতে রবিবার পৌঁছান। সেখানে পৌঁছে তিনি সেনাবাহিনীর সদস্য’দের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন যদি হিজবুল্লাহ যুদ্ধের মাঝখানে আসে তবে এটি দ্বিতীয় লেবানন যুদ্ধের দিকে নিয়ে যাবে এবং হিজবুল্লাহ’ সবচেয়ে বড় ভুল করবে।
"বর্তমানে, হিজবুল্লাহ পুরোপুরি যুদ্ধে জড়াবে কিনা তা আমি ভবিষ্যদ্বাণী করতে পারছি না," এমনই মন্তব্য করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যদি এমন কোন চিন্তা ভাবনা করে থাকে তবে আমরা হিজবুল্লাহকে এমন শক্তি দিয়ে আক্রমণ করব যা তারা কল্পনাও করতে পারে না”। নেতানিয়াহু আশ্বস্ত করে বলেছেন যে “ইজরায়েল যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত”।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। সর্বত্র হাহাকার। গত ৭ অক্টোবর থেকে সংঘর্ষে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সঙ্গে হামাসের পর ইজরায়েলি সেনাবাহিনীও হামাসের বিরুদ্ধে অভিযানে নেমে গাজা উপত্যকায় রকেট হামলা চালাচ্ছে। গাজা উপত্যকায় এ পর্যন্ত ৪৬০০ এবং ইজরায়েলে ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন।