Advertisment

Israel-Hamas War: দক্ষিণ গাজার রাফাহ শহরে ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল, ১৪ শিশু সহ মৃত্যু কমপক্ষে ১৮ জনের

দক্ষিণ গাজার রাফাহ শহরে ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইজরায়েলি সেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Israeli strikes on Rafah

ফিলিস্তিনিরা দক্ষিণ গাজা উপত্যকার রাফাতে একটি বাড়িতে ইসরায়েলি হামলার স্থান পরিদর্শন করার সময় একজন পথচারী তাকিয়ে আছেন। (রয়টার্সের ছবি)

দক্ষিণ গাজার রাফাহ শহরে ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল। এই হামলায় ১৪ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন বলেই খবর।

Advertisment

দক্ষিণ গাজার রাফাহ শহরে ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইসরায়েলি সেনা। এই হামলায় ১৪ শিশুসহ ১৮ জন নিহত হয়েছে, রবিবার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন ।

দক্ষিণ গাজার রাফাহ শহরে ইজ রায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক ফোরামের আহ্বান সত্ত্বেও মিশরীয় সীমান্তে শহরটিতে তার স্থল হামলা বাড়ানোর কথা জানিয়েছে ইজরায়েল।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইজরায়েল-হামাস যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজারের বেশি প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। গাজার প্রায় ৮০ শতাংশ জনসংখ্যা তাদের বাড়িঘর ছেড়ে অন্যান্য অংশে পালিয়ে গেছেন।

রাফাহতে একটি বিমান হামলার আগের রাতে ছয় শিশুসহ নয়জন নিহত হয়। ইজরায়েল বলেছে যে জঙ্গিরা এখনও প্রায় ১০০জন ইজরায়েলিকে বন্দী করে রেখেছে। নেতানিয়াহু হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ।

Israel-Palestine clash
Advertisment